Sylhet Today 24 PRINT

মেক্সিকোতে শিক্ষক-পুলিশ সংঘর্ষ, নিহত ৩

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ২০ জুন, ২০১৬

মেক্সিকোর দক্ষিণ‍াঞ্চলে শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন প্রায় অর্ধশত।

সম্প্রতি দুর্নীতির অভিযোগে দেশটির ওয়াস্কা রাজ্য থেকে শিক্ষক ইউনিয়নের নেতা রুবেন নুনেজকে গ্রেফতার করে দেশটির পুলিশ। এরই প্রতিবাদে শিক্ষকরা রাস্তায় নেমে বিক্ষোভ-মিছিল শুরু করলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। 

সোমবার (২০ জুন) স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

খবরে বলা হয়, আন্দোলনরত শিক্ষকরা রাস্তা বন্ধ করে বিক্ষোভ শুরু করলে তাদের হটাতে পুলিশ লাঠিচার্জ করে। 

স্থানীয় পুলিশের দাবি, আন্দোলন চলা অবস্থায় দুই পাশ থেকে বেশকিছু বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালায়। এ সময় হতাহত ও নিহতের ঘটনা ঘটে।

অভিযোগ উঠেছে, শিক্ষক নেতা রুবেন নুনেজ ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত অবৈধভাবে ২৪ মিলিয়ন পেসো আয় করেছেন।

তবে আটক ওই নেতার সমর্থকদের দাবি, নুনেজকে রাজনৈতিক উদ্দেশে গ্রেফতার করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.