Sylhet Today 24 PRINT

ট্রাম্পের অর্থ সংকট

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ২১ জুন, ২০১৬

ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ধনকুবের ডোনাল্ড ট্রাম্প তহবিল সংগ্রহে রীতিমত হিমশিম খাচ্ছেন। এমন দুরবস্থায় পড়তে হবে এমনটা ভাবেন নি ট্রাম্প। অর্থ সংকট এরকম চলতে থাকলে মনোনয়নের দৌঁড়ে হিলারির সঙ্গে টিকে থাকতে হলে বেশ বেগ পেতে হবে তাকে। খবর দ্য ওয়াশিংটন পোস্টের।

ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী। মে মাসে নির্বাচনী প্রচারণায় ট্রাম্পের তহবিলে অর্থ জমেছিল ৩১ লাখ ডলার। কিন্তু মাস শেষে তহবিলে আছে মাত্র ১৩ লাখ মার্কিন ডলার। তহবিল সংগ্রহে ব্যর্থ হলে ট্রাম্পের প্রচারণা হুমকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও রিপাবলিকান দলের মনোনয়নে এখন পর্যন্ত এগিয়ে আছেন ট্রাম্প। তারপরেও অর্থ সংকটে পড়তে হচ্ছে তাকে।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.