Sylhet Today 24 PRINT

যুদ্ধাপরাধের দায়ে কঙ্গোর যুদ্ধবাজ নেতার জেল

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ২২ জুন, ২০১৬

যুদ্ধাপরাধ এবং যৌন সহিংসতার অভিযোগে কঙ্গোর সাবেক বিদ্রোহী নেতা জন-পিয়েরে বেম্বার ১৮ বছরের জেল হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) দোষী সাব্যস্ত হওয়ায় তাকে এ সাজা দেওয়া হয় বলে জানিয়েছে বিবিসি।

২০০২ এবং ২০০৩ সালে প্রতিবেশী মধ্য আফ্রিকান রিপাবলিক (সিএআর) এ মার্চে সংঘটিত অপরাধের অভিযোগে বেম্বা দোষী সাব্যস্ত হন।  বিদ্রোহীদেরকে মানুষ হত্যা ও ধর্ষণ থেকে বিরত রাখতে বেম্বা ব্যর্থ হয়েছিলেন বলে অভিযোগ আছে।

বেম্বার পক্ষ সমর্থনকারীরা ইতোমধ্যেই আদালতের এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে বলে জানিয়েছে।

ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর একসময়কার ভাইস প্রেসিডেন্ট বেম্বা দেশটির গৃহযুদ্ধের সময় এমএলসি বিদ্রোহী গ্রুপের নেতৃত্বে ছিলেন।

কঙ্গোর সাবেক প্রেসিডেন্ট মুবুতু সেসে সেকোর সাবেক সহকারীও ছিলেন তিনি। ২০০৩ সালে ডিআর কঙ্গোয় শান্তি চুক্তি হওয়ার পর বেম্বা অস্ত্র সমর্পণ করে অন্তর্বর্তী সরকারে যোগ দিয়েছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.