Sylhet Today 24 PRINT

পাউন্ডের দামের রেকর্ড পতন

অনলাইন ডেস্ক |  ২৪ জুন, ২০১৬

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য থাকা না থাকা নিয়ে ব্রিটেনের গণভোটে ইইউ ছেড়ে যাওয়ার বিষয়টিই চূড়ান্ত হওয়ার সঙ্গে সঙ্গে পাউন্ডের মূল্য নাটকীয়ভাবে কমে গেছে। মুদ্রাব্যবসায়ীরা ব্রিটেনের জয়ের ব্যাপারে বাজি ধরেছিলো।

বর্তমানে পাউন্ডের দাম দাঁড়িয়েছে ১.৩৪৫৯ মার্কিন ডলারে। ১৯৮৫ সালের পর এটাই পাউন্ডের সর্বনিম্ন দাম। মোটের হিসেবে যা কমে গেছে প্রায় ৯ শতাংশ।

ফলাফল আসার পূর্বে পাউন্ডের দাম বেড়েছিলো ১.৫০ তে। কিন্তু ব্যবসায়ীরা বাজি ধরে জয় লাভের উপরে।

মুদ্রা ব্যবসায়ীরা বলছেন, ২০০৮ সালে অর্থনৈতিক সংকটের সময় দেখা অবস্থার চেয়েও এবারের অবস্থা ভয়াবহ।

ইটিএক্স ক্যাপিটালের বাণিজ্য প্রধান জি রান্ডেল বলেন, এমন কোনো কিছু আগে দেখিনি। জীবনে একবার এমন ঘটনা ঘটতে পারে।

এবারের পতন লেহমানস এবং ব্ল্যাক ওয়েডনেসডের পতনের চেয়েও বড়। ইইউ ছেড়ে যাওয়ার কারণে এই নিশ্চিত পতনের মুখে পড়তে হচ্ছে। এর ফলে স্টকের পরিমাণও বেড়ে যাবে।

শেয়ারের ক্ষেত্রে ৮% অতিমন্দা থাকবে বলে ধারণা করা হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.