Sylhet Today 24 PRINT

গণভোটের ফলের পর ডেভিড ক্যামেরনের পদত্যাগের ঘোষণা

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ২৪ জুন, ২০১৬

ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে গণভোটের রায় আসার পর ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন পদত্যাগের ঘোষণা দিয়েছেন। যিনি ইউরোপিয়ান ইউনিয়নে থাকার পক্ষে ভোট দিতে জনগণকে আহবান জানিয়েছিলেন।

গণভোটের রায় ঘোষণার পর ডাউনিং স্টেটের বাইরে এক সংবাদ সম্মেলনে ক্যামেরন এ ঘোষণা দেন বলে বিবিসি তাদের খবরে জানিয়েছে।

ক্যামেরনের পদত্যাগের ঘোষণার পর আগামী অক্টোবরে নতুন প্রধানমন্ত্রী ক্ষমতায় আসবেন।

বৃহস্পতিবার (২৩ জুন) অনুষ্ঠিত গণভোটে ৫২ শতাংশ ভোট পড়েছে ইইউ ছাড়ার পক্ষে, ৪৮ শতাংশ ভোট পড়েছে ইইউতে থাকার পক্ষে।

শুক্রবার (২৪ জুন) ভোট গণনায় ব্রেক্সিট (ব্রিটিশ এক্সিট) এর পক্ষে পড়ে বেশি ভোট। তবে ভোট গণনার শুরুতে ইইউতে থাকার পক্ষে-বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই চললেও সময় যত গড়িয়েছে ব্রেক্সিট (ব্রিটিশ এক্সিট) এর পক্ষে পাল্লা হেলে পড়েছে তত বেশি।

সংবাদমাধ্যমের খবর অনুয়ায়ী, সাউথ স্ট্যাটফোর্ডশায়ার, ল্যাংকাস্টার, নিউয়ার্ক অ্যান্ড শেরউড, সাউথ হল্যান্ড, প্লাইমাউথ, ব্ল্যাকবার্ন-ডারওয়েনে ইইউ ছাড়ার পক্ষে বেশি ভোট পড়েছে। ওয়েলসেও ৫৪ দশমিক ৭ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছে ইইউবিরোধীরা। এ খবর জানিয়েছে বিবিসি।

ইইউ জোটে আগ্রহীরা স্কটল্যান্ডে এগিয়ে থাকলেও সেখানে ভোট পড়ার হার বেশ কম ছিল বলে নির্বাচনী কর্তৃপক্ষ জানিয়েছে। উত্তর আয়ারল্যান্ডে হাড্ডাহাড্ডি লড়াই হলেও শেষ পর্যন্ত খুব কম ভোটে ইইউপন্থীরা জিততে পারে বলে আভাস দিচ্ছে সংবাদমাধ্যম।

ব্রিটেনের ইতিহাসে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে এটি তৃতীয় দফা গণভোট। ঐতিহাসিক এই গণভোটে বৃহস্পতিবার (২৩ জুন) সকাল থেকে রাত পর্যন্ত ভোট দেন গ্রেট ব্রিটেনভুক্ত ইংল্যান্ড, স্কটল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড ও ওয়েলসের প্রায় সাড়ে ৪ কোটি ভোটার। ২৮টি দেশের ইইউ জোটে যোগ দিতে ১৯৭৫ সালে গণভোটে অংশ নেয় ব্রিটেনের মানুষ। একই ইস্যুতে ৪১ বছর পর বৃহস্পতিবারের এ গণভোট ছিল দ্বিতীয় দফা।

ভোটগ্রহণ শেষে গণনা শুরু হয় ব্রিটেনের ৩৮২টি আঞ্চলিক কেন্দ্রে। পূর্ণাঙ্গ ফল ম্যানচেস্টার টাউন হল থেকে ঘোষণা হয়।  

এদিকে ব্রিটেনের গণভোটের ফলাফল পর্যবেক্ষণ করছে জোটের অন্য ২৭ দেশ। ভোটের এ ফলাফল নেতিবাচক হওয়ায় আগামী দিনে ব্রিটেনের পদাঙ্ক অনুসরণ করে জোট থেকে বেরিয়ে যাওয়ার পথ খুঁজবে। এতে জোটের অবস্থান আরও নড়বড়ে হয়ে উঠতে পারে বলে আশঙ্কা ইইউ বিশ্লেষকদের।

ইইউ ছাড়ার পক্ষে রায় আসছে ধরে ব্রিটেনের বিরোধী লেবার পার্টি তাদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ঠিক করছে বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান।

ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে আসায় প্রচারণা চালানো ইউকে ইনডিপেনডেন্স পার্টির নেতা নাইজেল ফারাজ ভোটের ট্রেন্ডিংকে 'ঐতিহাসিক' অ্যাখ্যা দিয়ে বলেন, ''আজ যুক্তরাজ্যের স্বাধীনতা দিবস।''

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.