Sylhet Today 24 PRINT

যুদ্ধ করে কাশ্মির জয় করতে পারবে না পাকিস্তান: হিনা রব্বানি

সিলেটটুডে ডেস্ক |  ৩০ জুন, ২০১৬

পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিনা রব্বানি মন্তব্য করেছেন, যুদ্ধের মধ্য দিয়ে পাকিস্তান কাশ্মির অধিগ্রহণ করতে সক্ষম হবে না। পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম জি নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে  এমন মন্তব্য করেছেন তিনি। হিনা মনে করেন, একমাত্র আলোচনার মধ্য দিয়েই ভারত-পাকিস্তান সঙ্কটের নিরসন সম্ভব।

জি নিউজের সঙ্গের সাক্ষাৎকারে হিনা মন্তব্য করেন, শত্রুতা কিংবা বিদ্বেষের পথে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক বিরোধ মিটিয়ে ফেলা যাবে না। এজন্য আলোচনাকেই গ্রহণযোগ্য পথ হিসেবে উল্লেখ করেন হিনা।

হিনা বলেন, ‘আমার বিশ্বাস,  যুদ্ধ, সংঘাতের পথে কাশ্মীর জয় করতে পারবে না পাকিস্তান। যদি সেটা না পারি, তবে একমাত্র আলোচনার  রাস্তাটাই খোলা থাকছে আমাদের সামনে। আর আলোচনা চলতে পারে এমন কারও সঙ্গে যার সঙ্গে আমাদের স্বাভাবিক সম্পর্ক আছে, কিছুটা হলেও পারস্পরিক আস্থা, বোঝাপড়া আছে। আমরা যদি কথাবার্তা চালিয়ে যাই, একমাত্র তবেই কাশ্মীর ইস্যুর সমাধান হতে পারে, কোথাও একটা গিয়ে পৌঁছতে পারি আমরা।’

২০১১ থেকে ২০১৩ পর্যন্ত পাকিস্তানের  পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকা হিনার দাবি, তার দল পাকিস্তান পিপলস পার্টির সরকার জোট করে ক্ষমতায় থাকলেও ভিসার নিয়ম শিথিল করে, বাণিজ্য লেনদেন স্বাভাবিক করে ভারতের সঙ্গে সম্পর্ক মসৃণ করার জন্য সবচেয়ে ভাল উদ্যোগ নিয়েছিল। তাঁর মত, নওয়াজ শরিফ সরকারের সংখ্যাগরিষ্ঠতা আছে। চাইলে তারা আরও বেশি কিছু করতে পারে। সূত্র: ডন

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.