Sylhet Today 24 PRINT

নোবেলজয়ী মালালা এখন কোটিপতি

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ৩০ জুন, ২০১৬

তালেবান হামলায় গুরুতর আহত পাকিস্তানি কন্যা মালালা ইউসুফজাই এখন কোটিপতি। নিজের আত্মজীবনী ‘‌আই এম মালালা’ ও বিভিন্ন জায়গায় বক্তৃতার সৌজন্যে এসেছে বিপুল পরিমাণ অর্থ। এক সমীক্ষায় উঠে এসেছে মালালার কোটিপতি হওয়ার তথ্য।

পড়াশুনা করার জন্য ২০১২ সালের ৯ অক্টোবর মালালাকে গুলি করে তালেবানরা। মাথায় গুলি লাগলেও সৌভাগ্যবশত বেঁচে যান তিনি। কিন্তু এই ঘটনা সারা বিশ্বে তার নতুন পরিচিতি তৈরি করে। এরপরেই নিজের আত্মজীবনী লেখেন মালালা। পুরো বিশ্বে বইটির ১৮ লাখ কপি বিক্রি হয়।

লন্ডনের যে কোম্পানি বইটির কপিরাইট কিনেছিল তারা তা থেকে প্রায় বিশ কোটি টাকা লাভ করে। এই কোম্পানিটির শেয়ার হোল্ডার আবার মালালার বাবা জিয়াউদ্দিন ইউসুফজাই ও মা টুর পেকাই। তাই তারাও লাভের কিছু পরিমাণ অংশ পান।

এছাড়া বিশ্বের সবচেয়ে কম বয়সী নোবেল পুরস্কার প্রাপ্ত মালালা তার দেয়া প্রতিটি বক্তৃতা থেকে এক কোটিরও বেশি টাকা পান। মালালার পরিবার এখন বার্মিংহামে রয়েছে। ১৮ বছরের মালালা এজবাস্টনের একটি মেয়েদের স্কুলে পড়াশুনাও চালিয়ে যাচ্ছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.