Sylhet Today 24 PRINT

সার্বিয়ায় ক্যাফেতে গুলিবর্ষণ, নিহত ৫

সিলেটটুডে ডেস্ক |  ০২ জুলাই, ২০১৬

সার্বিয়ার উত্তরাঞ্চলের একটি ক্যাফেতে শুক্রবার দিবাগত রাতে এক ব্যক্তি গুলি চালিয়ে তার স্ত্রীসহ পাঁচজনকে হত্যা করেছে। এ সময় আরো ২০ জন আহত হয়।

শনিবার (২ জুলাই) সকালে এক ব্যক্তি ক্যাফেটিতে প্রবেশ করে মেশিনগানের গুলির্বষণে এ ঘটনা ঘটায় বলে জানিয়েছে পুলিশ।

সন্দেহভাজন ওই গুলিবর্ষণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বয়স ৩০ এর কোঠার শেষ দিকে এবং তাকে শুধু জেড.এস. নামে শনাক্ত করা হয়েছে।

ঘটনার পরপরই ঘটনাস্থল যিতিস্তে গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এলাকাটি রাজধানী বেলগ্রেড থেকে ৮০ কিলোমিটার উত্তরে।

সার্বিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী নেবোজসা স্তেফানোভিক বেলগ্রেডের বি-নাইন্টিটু টেলিভিশনকে জানিয়েছেন, জেড.এস. তার আলাদা হয়ে যাওয়া স্ত্রী ও অন্য এক নারীকে গুলি করে মারার পর ক্যাফেতে থাকা অন্যান্যদের গুলি করে।

বন্দুকধারীর ব্যবহৃত মেশিনগানটি অবৈধ অস্ত্র বলে জানিয়েছেন স্তেফানোভিক।

তিনি বলেন, “ইর্ষা এ ঘটনার কারণ হতে পারে। সে শান্ত ধরনের মানুষ। তার নামে কোনো অপরাধের রেকর্ড নেই।”

১৯৯০ দশকের লড়াই ও অস্থিরতার পর থেকে সার্বিয়াসহ পশ্চিম বলকানের অধিকাংশ এলাকা অবৈধ অস্ত্রে ছেয়ে গেছে। অবৈধ অস্ত্রের ছড়াছড়ি নিয়ন্ত্রণ করতে শুক্রবার অবৈধ অস্ত্র জমা দেওয়া বা তার লাইসেন্স নেওয়ার ওপর নভেম্বর পর্যন্ত ছাড় ঘোষণা করেছে সার্বিয় পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.