Sylhet Today 24 PRINT

গুলশানের ঘটনায় জাপানে শোক, ক্ষুব্ধ প্রধানমন্ত্রী শিনজো আবে

সিলেটটুডে ডেস্ক |  ০৪ জুলাই, ২০১৬

গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় জাপানের ৭ নাগরিককে হত্যার ঘটনায় দেশটিতে শোকের সঙ্গে সঙ্গে ক্ষোভও ঝরে পড়ছে। ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। এছাড়াও ওখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা আছেন উৎকণ্ঠায়।

বাংলাদেশের উন্নয়নের সবচেয়ে বড় অংশীদার দেশটির প্রধানমন্ত্রী রোববার (৩ জুলাই) এক বিবৃতিতে বলেছেন, ঢাকায় এই সন্ত্রাসী হামলা অগ্রহণযোগ্য এবং এটা ‘আমায় ভীষণভাবে ক্ষুব্ধ করেছে’।

গত শুক্রবার (১ জুলাই) গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় যে ১৭ জন বিদেশি নিহত হন, তার মধ্যে সাতজন জাপানি, যারা ঢাকার মেট্রোরেল প্রকল্পের সমীক্ষক হিসেবে কাজ করছিলেন। ঘটনায় ২ পুলিশ কর্মকর্তা, ৬ জঙ্গি সহ মোট ২৮ জন নিহত হন বলে আন্তবাহিনী জনসংযোগ অধিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে। বিদেশিদের মধ্যে ৭ জাপানি ছাড়াও ৯ জন ইতালিয়, ১ জন ভারতীয় নাগরিক রয়েছেন।

বিবৃতিতে আবে বলেন, ঢাকায় যে সাতজন নিহত হয়েছেন, তারা সবাই সেখানে গিয়েছিলেন বাংলাদেশেরই কল্যাণের জন্য।

নিহত জাপানিরা ঢাকার বহু প্রতীক্ষিত মেট্রো রেল প্রকল্পের সমীক্ষক ছিলেন। তারা হলেন- কোইও ওগাসাওয়ারা, (কাতাহিরা অ্যান্ড ইঞ্জিনিয়ার্স ইন্টারন্যাশনাল), হিরোশি তানাকা (অরিয়েন্টাল কনসালটেন্টস গ্লোবাল), নোবুহিরো কুরোসাকি (অরিয়েন্টাল কনসালটেন্টস গ্লোবাল), হিদেকি হাশিমতো (অরিয়েন্টাল কনসালটেন্টস গ্লোবাল), ওকামুরা মাকোতো (আলমেক করপ), ইউকো সাকাই (আলমেক করপ), শিমোদায়রা রুই (আলমেক করপ)।

তাদের নৃশংস হত্যার ঘটনায় জাপানের গণমাধ্যমে নিহতদের পরিবারের সদস্য, তারা যে কোম্পানির হয়ে কাজ করতে বাংলাদেশে এসেছিলেন সেই কোম্পানির কর্মকর্তা ও সাধারণ নাগরিকরা তাদের ক্ষোভ প্রকাশ করছে।

বাংলাদেশে এর আগে গত বছর জাপানি নাগরিক কুনিও হোশি হত্যাকাণ্ডের শিকার হন। এবারের মতো সেবারও আইএসের নামে দায় স্বীকারের বার্তার খবর আসে গণমাধ্যমে।

২০১৩ সালে নাইজেরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের হাতে ১০ জাপানি নিহত হয়েছিল। ওই সময় পুরো দেশ জুড়ে বিক্ষোভ হলেও এবার বাংলাদেশে সাত জাপানি খুন হওয়ার পর কোনো বিক্ষোভ হয়নি। তবে ক্ষোভ আর শোক ঝরছে জাপানিদের মাঝে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.