Sylhet Today 24 PRINT

গুলশান হামলা : বাংলাদেশে ব্যবসায়িক ভ্রমণ স্থগিত করেছে জাপানের ইউনিক্লো

সিলেট টুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ০৪ জুলাই, ২০১৬

পোশাক বিক্রেতা ব্র্যান্ড 'ইউনিক্লো'র স্বত্বাধিকারী জাপানের ফাস্ট রিটেইলিং কোম্পানি বাংলাদেশে তাদের সব ধরনের ব্যবসায়িক ভ্রমণ স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে। গুলশানে জঙ্গি হামলার পর এই সিদ্ধান্ত নেয়া হয় বলে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে।
 
গত শুক্রবার জঙ্গি হামলায় নিহত ১৭ বিদেশিদের মধ্যে জাপানের সাতজন নাগরিক রয়েছেন।
 
এছাড়াও তোশিবা, মিত্সুবিশি মোটরস ও আরো কয়েকটি জাপানি প্রতিষ্ঠান কর্মরত ব্যক্তিদের চলতি মাসে বাংলাদেশে ভ্রমণ না করার জন্য পরামর্শ দিয়েছে। বাংলাদেশে জাপানের ২৪০টির মতো প্রতিষ্ঠান রয়েছে।
 
বাংলাদেশে অবস্থান করা ইউক্লোর ১০ জাপানি কর্মকর্তাকে বাসায় থাকতে বলা হয়েছে। গত বছর বিদেশির ওপর হামলার ঘটনার পর এর আগেই ভ্রমণের ক্ষেত্রে বাধ্যবাধকতা দিয়েছিল প্রতিষ্ঠানটি। খবর: বিবিসি ও রয়টার্স।
 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.