Sylhet Today 24 PRINT

মালয়েশিয়া-ইন্দোনেশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা আইএসের

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ০৫ জুলাই, ২০১৬

মালয়েশিয়া ও ইন্দোনেমিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিসংগঠন ইসলামিক স্টেট (আইএস)।

সম্প্রতি জঙ্গিসংগঠনটি প্রকাশিত ভিডিও ফুটেজে এ ঘোষণা দেয়া হয়েছে।

এতে দেখা গেছে, বন্দুকধারী এক যুবকের চারপাশ ঘিরে আছে এক দল শিশু। এই দলের একটু দূরে এক কিশোরকে দেখা যায় একে-৪৭ রাইফেল হাতে দাঁড়িয়ে থাকতে।

বন্দুকধারী যুবক তার ডান হাতের তর্জনী ডানে-বায়ে নেড়ে মালয় ও আরবি মিশ্রিত ভাষায় কিছু বলছিলেন।

‘জিহাদের পথে আসতে পেরে’ এবং ‘তাওহীদের সৈনিক হতে পেরে’ তিনি মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এরপর নুসানতারা দ্বীপপুঞ্জের কর্তৃপক্ষ বিশেষ করে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়াকে হুঁশিয়ারি দিয়ে বন্দুকধারী যুবক বললেন, ‘জেনে রাখো...আমরা আর তোমাদের নাগরিক নই। আমরা তোমাদের থেকে মুক্ত হয়েছি। আমরা মহান আল্লাহর অনুমতি ও সহায়তায় সামরিক বাহিনী নিয়ে আসব। তোমরা কোনোভাবেই ঠেকাতে পারবে না।’

ভিডিওচিত্রে ওই বন্দুকধারী আরও বলেন, যে সরকার ও নেতারা ইসলামি নীতি অনুসরণ করেনি এবং ইসলামের আধিপত্য বিস্তারের জন্য পথ পরিষ্কার করছে, না তাদের পতন ঘটানো হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.