Sylhet Today 24 PRINT

যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ হত্যার প্রতিবাদে বিক্ষোভ, গুলিতে ৪ পুলিশ নিহত

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ০৮ জুলাই, ২০১৬

পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ হত্যার প্রতিবাদে বিক্ষোভ চলাকালে যুক্তরাষ্ট্রের ডালাসে দুই বন্দুকধারীর গুলিতে চারজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার রাতের এ ঘটনায় আরও সাতজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশংকাজনক।

এএফপি’র খবরে বলা হয়, স্নাইপার (দূর থেকে লক্ষ্যবস্তু) থেকে বিক্ষোভে থাকা পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি চালানো হয়।

সিএনএন জানিয়েছে, হামলায় চার পুলিশ সদস্য নিহত হয়েছেন।

এক বিবৃতিতে ডালাস শহরের পুলিশপ্রধান ডেভিড ব্রাউন বলেন, যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ হত্যার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ চলাকালে এ হামলা হয়।

তিনি বলেন, বিক্ষোভে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকে লক্ষ্য করে দুটি স্নাইপার থেকে গুলি চালানো হলে দুই পুলিশ নিহত হয়েছেন। আহত তিন পুলিশ সদস্যের অবস্থা গুরুতর।

হামলাকারীদের ধরতে পুলিশের অভিযান চলছে। সন্দেহভাজন কয়েকজনকে এরই মধ্যে আটক করা হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

যুক্তরাষ্ট্রের ব্যাটন রুজ, লুইজিয়ানা এবং মিনেসোটার সেন্ট পলে চলতি সপ্তাহে তিনজন কৃষ্ণাঙ্গকে পুলিশের গুলি করার প্রতিবাদে এ বিক্ষোভের ডাক দেয়া হয়।

বৃহস্পতিবার ডালাস, নিউইয়র্ক, শিকাগো, ওয়াশিংটনসহ বেশ কয়েকটি শহরে কৃষ্ণাঙ্গরা বিক্ষোভ মিছিল করেছে।

লুইজিয়ানার ব্যাটন রুজ শহরে মঙ্গলবার পুলিশের গুলিতে এক কৃষ্ণাঙ্গ নিহত হয়। বুধবার মিনেসোটা অঙ্গরাজ্যে আরেকজনকে গুলি করে হত্যা করা হয়।

ওই ঘটনায় প্রকাশিত ভিডিওতে দেখা গেছে মিনেসোটার সেন্ট পলে ফিলানডো ক্যাসটিলে নামের এক কৃষ্ণাঙ্গকে গুলি করছে।

এদিকে পরপর দুদিন দুই কৃষ্ণাঙ্গকে হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, এটা শুধু কৃষ্ণাঙ্গ ইস্যু নয়। এটা কেবল হিসপানিক ইস্যু নয়। এটা আমেরিকান ইস্যু এবং আমাদের সবার এ ব্যাপারে সচেতন হতে হবে।

প্রসঙ্গত, ২০১৫ সালে যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে ১১৫২ জন নিহত হয়েছে। এর মধ্যে ৩০ শতাংশই কৃষ্ণাঙ্গ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.