Sylhet Today 24 PRINT

ভারতে গ্রেপ্তার আইএস জঙ্গিরাও জাকির নায়েকে প্রভাবিত ছিল

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ০৮ জুলাই, ২০১৬

গুলশানে জঙ্গি হামলায় অংশ নেয়া দুই হামলাকীর জাকের নায়েকের ভক্ত। এমনটি জানা গিয়েছিলো আগেই। এ অবস্থায় ভারত সরকার জাকির নায়েকের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে। এবার নতুন তথ্য হলো,  সম্প্রতি ভারতে গ্রেফতার হওয়া জঙ্গিরাও জাকির নায়েক দ্বারা প্রভাবিত বলে জানিয়েছে। ( খবর : আনন্দবাজার)

সম্প্রতি হায়দরাবাদে আইএসের একটি মডিউলের সদস্যদের গ্রেফতার করে এনআইএ। গোয়েন্দাদের দাবি, ওই মডিউলের নেতা মহম্মদ ইব্রাহিম ইয়াজদানি স্বীকার করেছে, সে জাকিরের বক্তব্যেই প্রভাবিত হয়েছিল। গত বছর নিউ ইয়র্ক সাবওয়েতে আত্মঘাতী হামলা চালাতে গিয়ে ধরা পড়ে আফগান বংশোদ্ভূত মার্কিন নাজিমুল্লা জাজি।  আবার গ্লাসগো বিমানবন্দরে হামলা চালায় বেঙ্গালুরুর বাসিন্দা কপিল আহমেদ। দু’জনেই জাকিরের ভক্ত বলে জানতে পেরেছেন গোয়েন্দারা।

এদিকে, বর্তমানে সৌদি আরবে অবস্থান করা নায়েকের পিস টিভি কার্যালয় ঘিরে রেখেছে ভারতীয় পুলিশ। জাকির নায়েকের বিরুদ্ধে তদন্তও শুরু করেছে ভারত।

ভারতের বিভিন্ন টিভি চ্যানেল জাকিরের কয়েকটি বিতর্কিত ভিডিও ক্রমাগত সম্প্রচার করছে। তাদের দাবি, একটি ভিডিওয় জঙ্গি কার্যকলাপে উস্কানি দিয়েছেন তিনি। অন্য একটায় ওসামা বিন লাদেনকে সমর্থন করেছেন।

জাকিরের বক্তব্য নিয়ে প্রশ্ন থাকায় অনেক আগেই পিস টিভির সম্প্রচার বন্ধ করেছে ব্রিটেন, কানাডার মতো দেশ। সেসব দেশে জাকির নায়ের প্রবেশও নিষিদ্ধ করা হয়েছে।  ভারতের গণমাধ্যমে  প্রশ্ন উঠেছে, তা হলে ভারত এত দিন এই ইসলামি নেতা সম্পর্কে সচেতন হয়নি কেন? স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের কর্তারাও স্বীকার করছেন, ‘দেরি’ হয়েছে।

এদিকে এক অনুষ্ঠানে জাকিরের সঙ্গে একই মঞ্চে হাজির থাকায় বিতর্কে জড়িয়েছেন কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংহ। বিজেপি নেতা শ্রীকান্ত শর্মার কথায়, ‘‘কংগ্রেস সব সময়েই জঙ্গিদের নিয়ে রাজনীতি করে।’’ দিগ্বিজয়ের পাল্টা দাবি, ‘‘যে অনুষ্ঠানের ভিডিও দেখানো হচ্ছে, তাতে সন্ত্রাসের বিরোধিতা করা হয়েছিল। আমি সব ধরনের সন্ত্রাসের বিরোধী। ঢাকা বা দিল্লির হাতে জাকিরের বিরুদ্ধে প্রমাণ থাকলে তারা পদক্ষেপ করুক।’’

তবে জাকির নায়েক দাবি করেছেন, তিনি কোনওভাবেই জঙ্গি কার্যকলাপে উস্কানি দেননি। তাঁর ব্যাখ্যা, হয়তো অনেকে তাঁর কথা শুনে ইসলামের প্রতি আকৃষ্ট হন। ফলে  অন্য ইসলামি প্রচারকদের কথা শুনতে তাঁদের আগ্রহ বাড়ে। পরে অন্য প্রচারকের কথায় তাঁদের মনে কট্টরপন্থার প্রভাব পড়তে পারে।


সূত্রঃ আনন্দবাজার

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.