Sylhet Today 24 PRINT

অসহনীয় যানজটে আটকা পড়ে ১২ জনের মৃত্যু!

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ০৯ জুলাই, ২০১৬

ট্রাফিক জ্যামের জন্য বাংলাদেশের রাজধানী ঢাকার দুর্নাম রয়েছে বিশ্বব্যাপী তবে ঢাকা তো কোন ছার সকল রেকর্ড ছাপিয়ে গেছে যেন ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের ব্রেবেস শহরের অসহনীয় যানজট।

টানা তিন ধরে দেশটির জাভা দ্বীপের ব্রেবেস শহরের গুরুত্বপূর্ণ মহাসড়কে দীর্ঘ ২০ কিলোমিটার যানজটে কয়েক হাজার মানুষ আটকে পড়লে হিট স্ট্রোক ও পানিশূন্যতায় ১২ জনের মৃত্যু হয়েছে।

কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচারিত হয়।

বিবিসির খবরে বলা হয়, ঈদকে কেন্দ্র করে ওই সড়কে এ তীব্র যানজটের সৃষ্টি হয়। ইন্দোনেশিয়ায় গত বুধবার ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।
 
দেশটির পরিবহন মন্ত্রণালয়ের মুখপাত্র হেমি প্রামুরাহার বলেন, রাস্তার পাশে থাকা ক্ষুদ্র ব্যবসায়ীদের দোকান ও সুপারমার্কেটগুলোর কারণে যানজটের সারি দীর্ঘ থেকে দীর্ঘতর হয়।

‘দীর্ঘ ২০ কিলোমিটার যানজটে ১০ হাজারেরও বেশি গাড়ি আটকা পড়ে।’

যানজট এতটাই অসহনীয় হয়ে দীর্ঘসময় ধরে কোন গাড়ির চুলও নড়বার উপায় ছিল। তখন অত্যধিক গরমে তৈরি হয় অবর্ণনীয় পরিস্থিতি। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.