Sylhet Today 24 PRINT

ফ্রান্সে হামলার পর অনলাইনে আইএস সমর্থকদের উল্লাস

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ১৫ জুলাই, ২০১৬

ফ্রান্সে ভয়াবহ সন্ত্রাসী হামলার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে উল্লাস প্রকাশ করেছে আইএস সমর্থকরা।

ঐতিহাসিক ‘বাস্তিল দিবস’ উদযাপন উপলক্ষে আয়োজিত ভূমধ্যসাগর তীরবর্তী নিস শহরে এক আতশবাজি প্রদর্শনী দেখতে জড়ো হওয়া মানুষদের ওপর ট্রাক চালিয়ে দিয়ে এই হামলা চালানো হয়। এতে অন্তত ৮০ জন নিহত এবং আরো শতাধিক আহত মানুষ হন।

এই হামলার পর উল্লাস প্রকাশ করে এক আইএস সমর্থক টুইট করেছে, ''ফ্রান্সের নিস শহরে নিহত ক্রসেডার ও অবিশ্বাসীদের সংখ্যা ৬২তে পৌঁছেছে… আল্লাহ মহান, আল্লাহ মহান''।

প্রসঙ্গত,  প্রায় ৮ মাস আগে আইএস জঙ্গিরা প্যারিসে হামলা চালিয়ে ১৩০ জনকে হত্যা করে।

সূত্রঃ এনডিটিভি

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.