Sylhet Today 24 PRINT

প্রেসিডেন্টের চুল কাটার খরচ মাসে সাড়ে ৮ লাখ টাকা!

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ১৫ জুলাই, ২০১৬

ফরাসি প্রেসিডেন্ট ফ্রাসোয়াঁ ওলাঁদ নিয়মিত চুলের যত্ন নেন। শুধু তার চুল কাটানোর জন্যই সরকারি কোষাগার থেকে প্রতিমাসে বেরিয়ে যায় এগারো হাজার ডলারেরও বেশি, যা বাংলাদেশী হিসাবে ৮ লাখ ৫৮ হাজার টাকা!

আর এ নিয়ে এখন তোলপাড় ফ্রান্স। নেপোলিয়নের দেশের পুরুষ, ফ্রাসোঁয়া ওলাঁদ চুলের পিছনে মাসে খরচ করেন প্রায় দশ হাজার ইউরো। তাও আবার সরকারি কোষাগার থেকে। সোশ্যাল মিডিয়ায় এ খবর এখন বেশ আলোচিত।

চাপে পড়ে সরকারি মুখপাত্রও শিকার করে নিয়েছেন খবরের সত্যতা। তবে তার যুক্তি, প্রেসিডেন্টের চুল কাটার খরচ প্রায় দশ হাজার ইউরো হলেও, সারকোজির আমলের চেয়ে ওলাঁদের আমলে প্রেসিডেন্ট হাউজের খরচ কমেছে পনের থেকে কুড়ি শতাংশ। তাছাড়া প্রেসিডেন্টের হেয়ারড্রেসার তো আর যে সে মানুষ নন, ওলাঁদের চুল ঠিক করার জন্য তাকে দোকান বন্ধ করে পড়ে থাকতে হয় দিনরাত।

তবে সরকারি এই বিবৃতির পরও সোশ্যাল মিডিয়ায় ঝড় কিছুতেই কমছে না। আর্থিক সংকটের এই বাজারে প্রেসিডেন্টের কেশচর্চার বিপুল খরচ নিয়ে রঙ্গব্যঙ্গ অব্যাহত আছে

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.