Sylhet Today 24 PRINT

এখন সামরিক অভ্যুত্থানের যুগ শেষ: রুহানি

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ১৭ জুলাই, ২০১৬

তুরস্কে সেনা অভ্যুত্থানের চেষ্টার সমালোচনা করে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, "সামরিক অভ্যুত্থানের যুগ শেষ হয়ে গেছে। বল প্রয়োগের মাধ্যমে আঞ্চলিক সমস্যার সমাধান করা যাবে না বরং গণতন্ত্রের প্রতি সম্মান দেখানোর মাধ্যমেই কেবল এ অঞ্চলে শান্তি আসতে পারে।"

রোববার (১৭ জুলাই)  ইরানের পশ্চিমাঞ্চলীয় কেরমানশাহে এক বিশাল জনসমাবেশে প্রেসিডেন্ট এ মন্তব্য করেন। তুর্কি সরকারের বিরুদ্ধে সামরিক অভ্যুত্থানের একটি চেষ্টা দেশটির জনগণ ব্যর্থ করে দেয়ার একদিন পর রুহানির এ বক্তব্য এলো।

তিনি বলেন, ‘আমরা এমন একটি অঞ্চলে বসবাস করছি যেখানে কেউ কেউ মনে করে, তারা সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন ঘটাতে পারবে অথবা সামরিক ট্যাংক, গোলবারুদ, জঙ্গি বিমান এবং হেলিকপ্টারের মাধ্যমে জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত একটি সরকারকে ক্ষমতাচ্যুত করতে পারবে।’

তিনি আরো বলেন, ‘তারা উপলব্দি করতে ব্যর্থ হয়েছে যে, অভ্যুত্থানের যুগ শেষ হয়ে গেছে। ক্যু এবং ট্যাংক কোনো সমাধান বয়ে আনতে পারে না। বরং তাদেরকে বুঝতে হবে যে, সংখ্যাগরিষ্ঠ মানুষের ভোটের প্রতি সম্মান এবং গণতন্ত্রই সকল সমস্যার সমাধান করতে পারে।’

প্রেসিডেন্ট রুহানি বলেন, আজকের দিনে কেবলমাত্র ব্যালট বক্সের মাধ্যমেই যেকোন ইস্যুর সমাধান করা যায় এবং সেখানেই জনগণ তাদের মতামত জোরালোভাবে ব্যক্ত করতে পারে

খবর: রেডিও তেহরান

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.