Sylhet Today 24 PRINT

‘আমি মুক্তচিন্তা ও মুক্তমনের নারী’ : খুন হবার আগে কান্দিলের পোস্ট

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ১৮ জুলাই, ২০১৬

শুক্রবার গভীর রাতে নিজের ভাইয়ের হাতে খুন হন পাকিস্তানী মডেল কান্দিল বেলুচ। খুন হওয়ার দিনেই সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ছবি পোস্ট করে কান্দিল লিখেছিলেন, 'কতো বার আমাকে টেনে নামানো হবে তাতে আমার কিচ্ছু আসে যায় না, আমি কিন্তু একজন যোদ্ধা এবং আমি উঠে দাঁড়াবোই।'

গত ১৪ জুলাই কান্দিল পোস্টে লিখেছিলেন, 'একজন মেয়ে হিসেবে আমাদের নিজেদের হয়েই উঠে দাঁড়াতে হবে... মেয়ে হিসেবে আমাদের একজনের পাশে অন্যজনকে দাঁড়াতে হবে... মেয়ে হিসেবে আমাদের সুবিচারের জন্য লড়াই করতে হবে। আমি বিশ্বাস করি আমি একজন আধুনিক সময়ের নারীবাদী। আমি সমান অধিকারে বিশ্বাস করি। মেয়েদের কেমন হওয়া উচিত এটা আমরা ঠিক করে দিতে পারি না। শুধু সমাজের কথা ভেবে নিজেদের পরিচয়ে তকমা লাগানোর কোনও প্রয়োজন আছে বলেও আমি মনে করি না। আমি শুধুমাত্র একজন মুক্তচিন্তা এবং মুক্তমনের নারী এবং আমি যেমন আমি তেমন থাকতেই ভালবাসি।'

পাকিস্তানের রক্ষণশীল সমাজ বা পরিবারের মধ্যে থেকেও স্বাধীন জীবনযাপনে অভ্যস্ত ছিলেন কান্দিল। যৌনতা নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা করতেও পিছপা ছিলেন না তিনি। যৌনতা বা নগ্নতা নিয়ে তার খোলামেলা কথাবার্তা নিয়ে বিতর্কেও পড়েছেন বহুবার। কিন্তু নিজের অবস্থানে অটল থেকে গোটা ব্যাপারটাকে রক্ষণশীলতার বিরুদ্ধে একজন মেয়ে হিসেবে নিজের লড়াই বলেই দেখেছেন কান্দিল।

'অনার কিলিং' এর শিকার কান্দিল বালুচ হত্যাকাণ্ডে তার ভাই মহম্মদ ওয়াসিম আজিমকে গ্রেফতার করেছে পুলিশ। কান্দিলের বাবার দায়ের করা অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। কান্দিলকে খুনের কথা স্বীকার করেছে ওয়াসিম। তার দাবি, পারিবারিক ‘সম্মান’ রক্ষার জন্যই তিনি এই খুন করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.