Sylhet Today 24 PRINT

তুরস্কে ১৫ হাজার শিক্ষক-কর্মকর্তা চাকরিচ্যুত

অনলাইন ডেস্ক |  ১৯ জুলাই, ২০১৬

সেনাবাহিনীর একটি অংশের ব্যর্থ অভ্যুত্থান চেষ্টার ঘটনায় তুরস্কে ১৫ হাজার ২০০ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়েছে।

মঙ্গলবার এ খবর জানিয়ে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, দেশটির শিক্ষা মন্ত্রণালয় এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।

সেনা বাহিনীর ব্যর্থ অভ্যুত্থান চেষ্টার ঘটনায় যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে তাদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

গত শুক্রবার রাতে দেশটিতে অভ্যুত্থানের ওই ব্যর্থ চেষ্টা হয়। এক পর্যায়ে প্রেসিডেন্ট এরদোয়ানের আহ্বানে সাড়া দিয়ে রাস্তায় নামেন অসংখ্য মানুষ।

এরপর শনিবার সকালে পরিস্থিতি নিয়ন্ত্রণের পর সরকারের পক্ষ থেকে কয়েক হাজার বিদ্রোহী সেনা সদস্য এবং বিচারককে গ্রেফতার করা হয়।

ওই ঘটনায় অন্তত ২৬৫ জনের প্রাণহানির ঘটনা ঘটে। যাদের মধ্যে ১০৪জন বিদ্রোহীও রয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.