Sylhet Today 24 PRINT

গুলশান হত্যাকাণ্ডে ভারতের পার্লামেন্টে শোক

সিলেটটুডে ডেস্ক |  ১৯ জুলাই, ২০১৬

ঢাকার গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গিদের চালানো হত্যাকাণ্ড নিয়ে শোক প্রস্তাব আনা হয়েছে ভারতের পার্লামেন্টে।

মঙ্গলবার (১৯ জুলাই) শোক প্রস্তাব পেশ করেন লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন।

তিনি গুলশান হত্যাকাণ্ডের নিন্দা করে প্রস্তাব  পেশ করেন এবং ওই ঘটনায় ভারতীয় ছাত্রীর মৃত্যুতেও গভীর শোক প্রকাশ করেন।

সুমিত্রা মহাজন বলেন, ‘বাংলাদেশ সরকার সন্ত্রাসবাদীদের মোকাবেলায় যথোপযুক্ত পদক্ষেপ নিচ্ছে এবং এ বিষয়ে ভারত সরকার সব সময়ই বাংলাদেশের জনসাধারণ ও সরকারের পাশে আছে।’

স্পিকার সাংসদদের দুই মিনিট নীরবতা পালনের আহ্বান জানালে সব সাংসদ দাঁড়িয়ে নীরবতা পালন করে নিহতদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। এর পরই সংসদের অধিবেশন শুরু হয়।

উল্লেখ্য, গত ১ জুলাই কূটনীতিক পাড়া গুলশানের ৭৯ নম্বর সড়কে বিদেশিদের কাছে জনপ্রিয় ওই ক্যাফেতে জঙ্গিরা ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে। তাদের মোকাবেলায় গিয়ে নিহত হন দুই পুলিশ কর্মকর্তা। এরপর জঙ্গিরা ১৭ বিদেশিসহ ২০ জনকে হত্যা করে। প্রায় ১২ ঘণ্টা পর কমান্ডো অভিযান চালিয়ে ওই রেস্তোরাঁর নিয়ন্ত্রণ নেয় সশস্ত্রবাহিনী। ওই অভিযানে ছয় হামলাকারী নিহত এবং একজনকে আটক করা হয় বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়।

জিম্মিদের মধ্যে ৯ জন ইতালিয়, ৭ জন জাপানি, ৩ জন বাংলাদেশি এবং ১ জন ভারতীয় নাগরিক রয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.