Sylhet Today 24 PRINT

মিউনিখে শপিং মলে হত্যাযজ্ঞ চালায় ইরানীয়ান মুসলিম তরুণ

অনলাইন প্রতিবেদক |  ২৩ জুলাই, ২০১৬

জার্মানির মিউনিখের অলিম্পিয়া শপিং সেন্টারে হামলার ঘটনা ঘটিয়েছে ১৮ বছরের  ইরানি বংশোদ্ভুত মুসলিম তরুণ। ওই শপিং মল থেকে ১ কিলোমিটার দূরে হামলাকারী এই তরুণের লাশ পাওয়া গেছে বলে জানায় জার্মান পুলিশ।

বিবিসি ও রয়টার্স জানিয়েছে এই তরুণের ইরান ও জার্মানির দ্বৈত নাগরিকত্ব রয়েছে। তবে এখনো তার নাম জানায়নি পুলিশ।

শুক্রবার সন্ধ্যায় মিউনিখের অলিম্পিয়া শপিং সেন্টারে সে একাই হামলা চালিয়ে অন্তত ৯জনকে হত্যা করে  পরে নিজের গুলিতেই সে নিজে নিহত হয় বলে জার্মান পুলিশ জানিয়েছে। প্রথমে ধারণা ছিল হামলাকারী একাধিক তবে পরে দেখা যায়


পুলিশ জানিয়েছে হামলাকারী ইরানি তরুণ ২ বছর থেকে জার্মানিতে আশ্রয় নিয়ে বসবাস করছে। এর আগে কোন অপরাধ তালিকাতেও এই তরুণের নাম ছিল না।

গত সোমবার জার্মানির এই প্রদেশের ভুর্সবুর্গে ট্রেনের ভেতরে ছুরি ও কুড়াল নিয়ে হামলা চালিয়ে চার যাত্রীকে আহত করে শরণার্থী এক কিশোর। পরে পুলিশের গুলিতে  ওই  আফগান কিশোর নিহত হন। এ নিয়ে ৫ দিনের ব্যবধানে জার্মানিতে ২টি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটল। এই হামলার পর মিউনিখ শহরে জরুরী অবস্থা জারি করা হয়েছে। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.