Sylhet Today 24 PRINT

মিউনিখে হামলার পর টুইটারে আইএস সমর্থকদের উল্লাস

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ২৩ জুলাই, ২০১৬

শুক্রবার জার্মানির সময় সন্ধ্যায় মিউনিখের অলিম্পিয়া শপিং মলের সন্ত্রাসী হামলার দায় স্বীকারের খবর এখনো পাওয়া না গেলেও জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) সমর্থকরা টুইটারে উল্লাস প্রকাশ করেছে বলে খবর দিয়েছে রয়টার্স।

হামলার পর পরই আইএস সমর্থকরা সোস্যাল মিডিয়ায় সন্তোষ জানিয়ে পোস্ট করে লিখে

“আল্লাহ শুকরিয়া, আল্লাহ আমাদের ইসলামিক স্টেটের লোকদের সমৃদ্ধি দাও,” বলা হয়েছে এক টুইটে।

আরেক টুইটে বলা হয়, “ইসলামিক স্টেট ইউরোপে বিস্তৃত হচ্ছে।”

গত সোমবার শরণার্থী এক আফগান কিশোর জার্মানির এই প্রদেশের ভুর্সবুর্গ শহরে ট্রেনের ভেতরে ছুরি ও কুড়াল নিয়ে হামলা চালান। পরে পুলিশের গুলিতে নিহত হওয়ার আগে ট্রেনের যাত্রী হংকংয়ের চার নাগরিক এবং স্থানীয় একজনকে কুপিয়ে আহত করেন তিনি। তার বাসা থেকে আইএসের পতাকাও উদ্ধার করে পুলিশ। এর পাঁচদিনের মধ্যেই জার্মানির অপর শহরে হামলার ঘটনা ঘটল।

গত ১৪ জুলাই বাতিল দিবসে ফ্রান্সের নিস শহরে একটি উৎসবে এক তিউনিসীয় নাগরিক দ্রুতগতির ট্রাক উঠিয়ে ৮৪ জনকে হত্যার পর জার্মানিতে পরপর দুটি হামলার ঘটনা ঘটল। নিসের ওই হামলার দায় স্বীকার করেছিল আইএস।  এর আগে গত বছর নভেম্বরে প্যারিসের একাধিক স্থানে নৃশংস হামলা চালিয়ে ১৩১ জনকে হত্যার পরও দায় স্বীকার করে আইএস।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.