Sylhet Today 24 PRINT

নারীকে লাথি দেয়ায় দেশ থেকে গায়ক বহিষ্কার

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ২৪ জুলাই, ২০১৬

কেনিয়ার কর্তৃপক্ষ এক নারীকে লাথি মারার দায়ে আফ্রিকার বিপুল জনপ্রিয় প্রথম সারির গায়ক কোফি ওলোমাইডকে দেশ থেকে বের করে দিয়েছে। খবর বিবিসির।

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের জনপ্রিয় গায়ক কোফি ওলোমাইড কনসার্ট পরিবেশন করতে কেনিয়া গিয়েছিলেন। সঙ্গে ছিল কয়েকজন নৃত্যশিল্পী।

কিন্তু বিমানবন্দরে তোলা একটি ভিডিওতে দেখা যায়, গায়ক কোফি ওলোমাইড একটি নারীকে লাথি মারছেন।

ওই ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগের মাধ্যমে এ নিয়ে প্রতিবাদের ঝড় ওঠে।

তিনজন নৃত্যশিল্পীসহ ওলোমাইডকে কঙ্গোর রাজধানী কিনশাসায় ফেরত পাঠিয়ে দেয়া হয়।

অবশ্য তিনি কাউকে লাথি মারার অভিযোগ অস্বীকার করেন। কিন্তু কেনিয়াতে ঢোকার কয়েক ঘণ্টা পরই তাকে গ্রেফতার করা হয়।

৬০ বছর বয়সী এই গায়ক তার দলের একজন নারী নৃত্যশিল্পীকে লাথি মেরেছেন বলে যে অভিযোগ উঠেছে, তা অস্বীকার করে ওলোমাইড বলেন, তার সঙ্গে যাওয়া নৃত্যশিল্পীদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়া এক নারীকে তিনি থামাতে গিয়েছিলেন।

বিমানবন্দরে তোলা যে ভিডিও অনলাইনে ঝড় তুলেছে, তা কেনিয়ার সংবাদ টিভি চ্যানেলে দেখানো হয়। সেখানে দেখা যায়, কোফি ওলোমাইড তার একজন নৃত্যশিল্পীর ওপর চড়াও হয়েছেন এবং তাদের থামাতে মধ্যস্থতা করছে পুলিশ।

কেনিয়ার যুবমন্ত্রী ওই গায়কের ভিসা বাতিলের আহ্বান জানিয়েছেন।

তিনি বলেছেন, নারীদের সম্মানহানি মানবাধিকারের ব্যাপক লংঘন এবং কেনিয়া তা কোনোভাবেই বরদাস্ত করবে না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.