Sylhet Today 24 PRINT

দুই নারীকে টেনে-হিঁচড়ে নিয়ে গেল বাঘ [ভিডিও]

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ২৫ জুলাই, ২০১৬

চীনের রাজধানী বেইজিংএ একটি বন্যপ্রাণী-উদ্যানে বাঘের আক্রমণে একজন মহিলা নিহত এবং অপর একজন আহত হয়েছেন।

চীনা সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, বাদালিং নামে এই উদ্যানটিতে দর্শকরা নিজেদের গাড়ি চালিয়ে ঘুরে ঘুরে অনেকটা খোলামেলা পরিবেশে বিচরণরত বন্যপ্রাণীদের দেখতে পারেন। তবে তাদের সতর্ক করে দেয়া হয় যেন তারা গাড়ি থেকে বের না হন।

কিন্তু এ ঘটনার ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, একজন মহিলা গাড়ি থেকে নেমে বাইরে দাঁড়ান এবং তার পরই একটি বাঘ এসে তাকে আক্রমণ করে এবং টেনে নিয়ে যায়।

এ ঘটনা দেখে আরেক মহিলা তাকে উদ্ধার করতে লাফিয়ে গাড়ি থেকে বের হয়ে আসর পর আরেকটি বাঘ তাকেও আক্রমণ করে। দ্বিতীয় মহিলাটি বাঘের হাতে নিহত হন।

পার্কের নিরাপত্তারক্ষীরা মুহূর্তের মধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হন। কিন্তু তারা একজন মহিলাকে বাঁচাতে পারেননি। অপর মহিলাটি আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আক্রান্ত দুই মহিলার সঙ্গে আরেকজন পুরুষ ওই গাড়িতে ছিলেন। তিনিও তাদের রক্ষা করতে বেরিয়ে এসেছিলেন, তবে তিনি আহত হননি।

পার্কের কর্মকর্তারা এ ঘটনা নিয়ে কোন মন্তব্য করেননি। তবে বলেছেন, খারাপ আবহাওয়ার কারণে পার্কটি এখন বন্ধ আছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.