Sylhet Today 24 PRINT

‘হিজাব না খুললে চাকরি হবে না’

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ২৫ জুলাই, ২০১৬

চাকরি চাইতে গিয়ে নিউজিল্যান্ডের এক মুসলিম তরুণী শুনলেন- ‘হিজাব না খুললে চাকরি হবে না। আবেদন করে লাভ নেই’। এরপর থেকে প্রচণ্ড মানসিক অবসাদে ভুগছেন বলে জানিয়েছেন ওই তরুণী। তার নাম মোনা আফ্রিদি (২৫)।

নিউজিল্যান্ডের অকল্যান্ড শহরে স্টিউয়ার্ড ডনসন্স নামে একটি গয়নার দোকানে সেলস অ্যাসিসটেন্টের চাকরি চেয়ে আবেদন করেছিলেন কম্পিউটার সিস্টেম ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমাধারী মোনা আফ্রিদি। সেই দোকানের ম্যানেজার তাকে সাফ জানিয়ে দেন- চাকরি পেতে হলে হিজাব খুলতে হবে। হিজাব না খুললে চাকরির আবেদন করে শুধুই সময় নষ্ট হবে।

২০০৮ সালে কুয়েত থেকে নিউজিল্যান্ড যায় পরিবার। এরপর থেকে সেখানেই বসবাস। মোনা জানিয়েছেন, তিনি যেকোনো কাজ করতে রাজি আছেন। শুধু তার পরিচয়, তার ধর্ম ও তার সংস্কৃতিকে সম্মান জানাতে হবে।

কিন্তু মোনার এই চাহিদা পূরণে রাজি নয় চাকরিদাতা প্রতিষ্ঠান। স্টিউয়ার্ড ডনসন্স গ্রুপের প্রধান অর্থনৈতিক কর্মকর্তা কেভিন টার্নার অবশ্য জানিয়েছেন, যে ম্যানেজার আফ্রিদিকে এ কথা বলেছেন, সেটা তার ব্যক্তিগত বক্তব্য। কর্তৃপক্ষ এই বক্তব্যের সঙ্গে একমত নয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.