Sylhet Today 24 PRINT

জার্মানির আন্সবাখে হামলাকারী আইএস সমর্থক

সিলেটটুডে ডেস্ক |  ২৫ জুলাই, ২০১৬

জার্মানির আন্সবাখে  আত্মঘাতী সিরীয় হামলাকারীর মোবাইলে পাওয়া ভিডিওতে ইসলামিক স্টেটের (আইএস) এর প্রতি আনুগত্য পোষণ করেছে। দেশটির বাভারিয়া রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী জোয়াকিম হারমান জানিয়েছেন এই কথা।
 
আন্সবাগের এই হামলায় হামলাকারী নিজেই নিহত হয়েছে, আহত হয়েছে ১৫ জন। তিনি জানিয়েছেন, হামলাকারীর মৃতদেহ থেকে দুটি ফোন, বেশ কয়েকটি সিম ও একটি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে। জার্মানিতে আশ্রয় চেয়ে ব্যর্থ হওয়া এই ২৭ বছর বয়সী সিরিয়ান ভিডিওতে জার্মানির উপর প্রতিশোধমূলক হামলার কথা বলে।
 
বাভারিয়ান রাজ্যের কর্মকর্তারা জানিয়েছেন, বোমাটি এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে যত সম্ভব মানুষ হত্যা করা যায়। আশ্রয় প্রত্যাশীর থাকার জায়গায় পেট্রল, হাইড্রোজেন পেরোক্সাইড, ব্যাটারি সহ বোমা তৈরির সরঞ্জাম পাওয়া গেছে। হারমান বলেন, আমি মনে করি এটা প্রশ্নাতীত যে এটা সন্ত্রাসী হামলা যাতে ইসলামিস্টদের যোগাযোগ আছে। বিবিসি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.