Sylhet Today 24 PRINT

এক বাক্যে তিন বানান ভুল করলেন ট্রাম্প

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ০১ আগস্ট, ২০১৬

যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে আগামী নভেম্বরের নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন পেয়েছেন বিতর্কিত মন্তব্যকারী হিসেবে পরিচিত ডোনাল্ড ট্রাম্প। এর আগে বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে ব্যাপক বিদ্রুপও দেখা গেছে। এবার সেই বিদ্রুপে নতুন মাত্রা যোগ করলেন মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী।

বিদ্রুপের কারন তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেট দলের আরেক প্রার্থী হিলারি ক্লিনটনের সমালোচনা করে দেওয়া এক টুইট বার্তা। এক লাইনের ওই টুইট বার্তায় ট্রাম্প তিনটি বানান ভুল করেছেন বলে ডেমোক্রেট সমর্থকদের  অভিযোগ। ডেমোক্রেটরা ওই তিনটি শব্দ তুলে ধরে ট্রাম্পকে নিয়ে হাসি-ঠাট্টা শুরু করেছেন।

ট্রাম্প টুইট বার্তায় ‘loose’ এর পরিবর্তে লিখেছেন ‘lose’, ‘instincts’ এর পরিবর্তে ‘insticts’। এ ছাড়া ‘judgement’ বানানটি যুক্তরাষ্ট্রে ‘judgment’ লেখা হলেও ট্রাম্প ‘judgement’ ই লিখেছেন। টুইটারে ট্রাম্প পোস্টেটি দেয়ার সঙ্গে সঙ্গে টুইটার ব্যবহারকারীরা দ্রুতই ভুল বানানগুলো চিহ্নিত করে টুইট করতে শুরু করে দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.