Sylhet Today 24 PRINT

‘গরু গণনা ছাড়া সরকারের আর কোনো কাজ নেই’

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ০২ আগস্ট, ২০১৬

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, গরু গণনা ছাড়া কেন্দ্রীয় সরকারের আর কোনো কাজ নেই। স্বভাবসুলভ কড়া ভাষায় ভারতের কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে একথা বলেন তিনি।

আরএসএস এর ভাবধারায় পুষ্ট গো সুরক্ষা সমিতি রোববার থেকে পশ্চিমবঙ্গে গরু গণনা শুরু করেছে। সোমবার সংখ্যালঘু কল্যাণ দপ্তরের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, বিজেপির মতলব শুধু প্ররোচনা দিয়ে দাঙ্গা বাধানো৷ কেন্দ্রীয় সরকার ব্যস্ত শুধু বিজ্ঞাপন দিয়ে নানা মৌলবাদী চিন্তাভাবনায় উস্কানি দিতে। দলিত মুসলিমদের তারা নির্যাতন চালাচ্ছে৷

তিনি আরো বলেন, কেন্দ্রীয় সরকারের কাজটা কী? কোনও কাজ নেই৷ কাজ শুধু বিজ্ঞাপন দেয়া৷ আর গরু গণনা করা।

মমতা বলেন, বিজেপির কথায় কান দেবেন না৷ ওরা দাঙ্গা বাঁধাতে চাইছে৷ সারাক্ষণ টুইটার, ফেসবুকে ধর্মের নামে সুড়সুড়ি৷ আমরা প্রগতি চাই, দাঙ্গা চাই না৷ পশ্চিমবঙ্গের মানুষ দাঙ্গা ক্ষমা করে না৷ সব ধর্মই তো আমার ধর্ম৷ আমি হিন্দু হয়েই বলছি, এসব ভাগজোক আমরা চাই না৷ নিজের ধর্ম পালন করতে গিয়ে অন্যের অসম্মান করা ঠিক হবে না৷

মমতার মতে, দেশ হল যৌথ পরিবারের মতো৷ সেই পরিবারের কোনো সদস্য খারাপ থাকলে দেশও ভাল থাকে না৷ তাই সব ধর্মের মানুষকে একাট্টা হয়ে এগোতে হবে৷

এদিকে গরু গণণা সংগঠনের অন্যতম কর্মকর্তা সুব্রত দত্ত বলেছেন, গ্রামে গরু গণনার সময় গোপনীয়তা বজায় রাখা হবে৷ যেহেতু মুখ্যমন্ত্রী জানিয়েছেন গরু গণনায় বাধা দেয়া হবে, তাই আমরা হামলার আশঙ্কা করছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.