Sylhet Today 24 PRINT

পশ্চিমবঙ্গের নাম পাল্টে দিচ্ছেন মমতা

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ০২ আগস্ট, ২০১৬

পাল্টে যাচ্ছে ভারতের 'পশ্চিমবঙ্গ' রাজ্যের নাম। পশ্চিমবঙ্গের নাম পাল্টে এখন থেকে শুধুই 'বঙ্গ' বা 'বাংলা' নামে ডাকা হবে। ইংরেজিতে লেখা বা বলা হবে 'বেঙ্গল'।

পশ্চিমবঙ্গ রাজ্য মন্ত্রিসভা রাজ্যের এ নাম পরিবর্তনে অনুমোদন দিয়েছে । আজ মঙ্গলবার নামবদল নিয়ে আলোচনা উঠলে সেই প্রস্তাব গৃহীত হয় বিধানসভায়।

এবার রাজ্যের নাম পরিবর্তনের এই প্রস্তাব যাবে কেন্দ্রীয় মন্ত্রিসভায়। তারপর আগামী ২৬ অগাস্ট বিশেষ অধিবেশন বসছে রাজ্য মন্ত্রিসভার। সেখানেই পরিবর্তন করা হবে রাজ্যের নাম। খবর জি-নিউজের

বাংলায় পশ্চিমবঙ্গ হলেও ইংরেজিতে এ রাজ্যকে বলা হয় ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট শব্দটি শুরু ইংরেজি বর্ণমালার একদম শেষদিকের বর্ণ 'ডব্লিউ' দিয়ে। আর এ কারণে লোকসভায় পশ্চিমবঙ্গ সম্বন্ধে বলার সময় কম পাওয়া যেত- এমনটাই অভিযোগ দীর্ঘদিন থেকে।

তাই বেশ আগে রাজ্যের নাম পরিবর্তনের ভাবনা-চিন্তা শুরু হয়। অবশেষে সেই ভাবনা-চিন্তা বাস্তবে রূপ নিচ্ছে। এখন নাম থেকে West শব্দটি বাদ দিয়ে থাকবে শুধু Bengal । ইংরেজি বর্ণমালায় B দ্বিতীয় বর্ণ হওয়ায় লোকসভায় পশ্চিমবঙ্গ সম্বন্ধে বলার সময় এখন থেকে বেশী সময় পাওয়া যাবে মনে করা হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.