Sylhet Today 24 PRINT

যে গ্রামে নিষিদ্ধ পুরুষ

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ০২ আগস্ট, ২০১৬

ভারতের হিমাচল প্রদেশের গ্রাম কাসোল। অবস্থান ভারতে হলেও এই গ্রামে ভারতীয় পুরুষরা প্রবেশ করতে পারেন না। কারন  এই গ্রামের বাসিন্দাদের অধিকাংশই বিদেশি নারী।

কাসোল গ্রামে থাকেন মূলত ইসরায়েলি পর্যটকরা এবং এর সিংহভাগই নারী। ইসরায়েলি সব বয়সী নাগরিকদের সেদেশে বাধ্যতামূলক সেনাবাহিনীর প্রশিক্ষণ নিতে হয়। ট্রেনিং শেষে ইসরায়েলিরা ক্লান্ত হয়ে এই কাসোলে আসেন লম্বা ছুটি কাটাতে, একটু বিশ্রাম নিতে।

এই গ্রামে কখনো ঘুরতে গেলেই মনে হবে একখণ্ড ইসরায়েলে এসেছেন আপনি। কারণ প্রত্যেকেই এখানে হিব্রু ভাষায় কথা বলেন।

কিন্তু ভারতীয় পুরুষদের এখানে ঢুকতে না দেয়ার কারণ কী? এ ব্যাপারে কাসোল গ্রামের পর্যটকরা জানান, ভারতীয় তরুণরা বিদেশি নারী পর্যটকদের উত্ত্যক্ত করত। আর সে কারণেই ওই গ্রামে ভারতীয় পুরুষদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এমনকি কোনো পুরুষ ওই গ্রামে কোনোভাবে ঢুকে পড়লেও তাকে কেউই আশ্রয় দেয় না।

ইসরায়েলিদের দৃঢ় বিশ্বাস, কাসোল গ্রাম তাদের পূর্বপুরুষরা ১০০ বছর আগে আবিষ্কার করেছিলেন। গ্রামটিতে ঘর ভাড়া একদম কম, দিনে মাত্র ৩০০ টাকা। আর এখানে সাইবার ক্যাফের ব্যবসাও রমরমা।

সূত্রঃ ভাস্কর ডট কম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.