Sylhet Today 24 PRINT

ইরানের পরমাণুবিজ্ঞানী শাহরামের ফাঁসি

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ০৭ আগস্ট, ২০১৬

ইরানের পরমাণুবিজ্ঞানী শাহরাম আমিরিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু কার্যকর করেছে দেশটি। খবর বিবিসির। 
  
শাহরাম আমিরির মা জানিয়েছেন, ছেলের লাশ তাদের কাছে পাঠানো হয়েছে। তার ঘাড়ের চারদিকে রশির দাগ আছে। এতে দৃশ্যমান হয়, তাকে ফাঁসিতে ঝোলানো হয়েছে। 
  
শাহরামের লাশ ইতিমধ্যে দাফন করা হয়েছে বলে জানিয়েছে পরিবার। 
  
১৯৭৭ সালে জন্ম নেয়া শাহরাম ২০১০ সাল থেকে বন্দি ছিলেন। 
  
তা মা জানান, শাহরাম ২০০৯ সালে সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে নিখোঁজ হন। পরে তিনি যুক্তরাষ্ট্রে আত্মপ্রকাশ করেন। 
  
তখন তিনি দাবি করেন, মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ তাকে অপহরণ করেছিল। 
  
ঘটনা নিয়ে শাহরামের একাধিক বক্তব্যে সাংঘর্ষিক তথ্য পাওয়ার খবর বের হয়। 
  
ওই সময় মার্কিন কর্মকর্তারা দাবি করেন, শাহরাম নিজ ইচ্ছায় যুক্তরাষ্ট্রে এসেছেন। তিনি যুক্তরাষ্ট্রকে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। আবার নিজের ইচ্ছাতেই দেশে ফিরে যাচ্ছেন। 
  
নানা নাটকীয়তার পর ২০১০ সালে দেশে ফেরেন শাহরাম। সে সময় তাকে নায়কোচিত সংবর্ধনা দেয়া হয়। 
  
যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর শাহরামকে গোপন স্থানে বন্দি করে রাখা হয়। তাকে দীর্ঘমেয়াদি কারাদণ্ড দেয়া হয়েছে বলে খবর বের হয়। 
  
পরিবারের পক্ষ থেকে ওই সময় জানানো হয়, শাহরামকে বন্দি করা হয়েছে। তার জীবন নিয়ে পরিবার শংকিত। 
  
ইরানের বিতর্কিত পারমাণবিক কর্মসূচির বিষয়ে শাহরামের ব্যাপক জানাশোনা ছিল বলে কথিত রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.