Sylhet Today 24 PRINT

জাকির নায়েকের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনকে নিষিদ্ধ করবে ভারত

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ০৮ আগস্ট, ২০১৬

ভারতের বিতর্কিত ইসলামিক বক্তা, লেখক এবং গবেষক জাকির নায়েকের প্রতিষ্ঠান ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনকে নিষিদ্ধ করার কথা ভাবছে ভারতের কেন্দ্রীয় সরকার।

ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনকে নিষিদ্ধ করার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে সুপারিশ করেছে ভারতের আইন মন্ত্রণালয়। ইতোমধ্যেই সংস্থাটিকে নিষিদ্ধ করার প্রক্রিয়া শুরু হয়েছে।

গত ১ জুলাই  বাংলাদেশের রাজধানী ঢাকার গুলশানের হলি আর্টিসান রেস্টুরেন্টে জঙ্গি হামলার ঘটনায় জড়িত দুই জঙ্গি সদস্য টুইটারে জাকির নায়েককে অনুসরণ করতো- গণমাধ্যমে এমন খবর প্রকাশিত হওয়ার পর জাকির নায়েক এবং তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত শুরু করে ভারত।

১৯৯১ সালে প্রতিষ্ঠিত হওয়া ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন ইসলামিক স্টেটের (আইএস) মতো জঙ্গি সংগঠনের সঙ্গে পরোক্ষভাবে জড়িত বলে অভিযোগ উঠেছে। জাকির নায়েকের বক্তব্যে অনুপ্রাণিত হয়ে বেশ কয়েকজন আইএসে যোগ দিয়েছে বলেও খবরে প্রকাশ।

হলি আর্টিসানে হামলার পর বাংলাদেশ এবং ভারতে জাকির নায়েকের পিস টিভির সম্প্রচার বন্ধ করে দেয়া হয়।

তবে সন্ত্রাস বা জঙ্গিবাদের সঙ্গে সম্পর্কের বিষয়টি বরাবরই অস্বীকার করে আসছেন জাকির নায়েক। তার দাবি, তিনি কখনো কাউকে জঙ্গিবাদ বা সন্ত্রাসের দিকে অনুপ্রাণিত করেননি। নিজের বক্তব্যে এ ধরনের কোনো কিছু ছিল না বলেও জোর দাবি করেন এই বিতর্কিত বক্তা।

 

সূত্রঃ টাইমস অফ ইন্ডিয়া

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.