Sylhet Today 24 PRINT

‘ট্রাম্প হবেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে অবিবেচক প্রেসিডেন্ট’

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ০৯ আগস্ট, ২০১৬

যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের জাতীয় নিরাপত্তা বিশেষজ্ঞরা প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্য করে একটি খোলা চিঠি দিয়েছেন। চিঠিতে তারা সবাইকে সতর্কতা উল্লেখ করে বলেছেন, ট্রাম্প হবেন যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে অবিবেচক প্রেসিডেন্ট।

ওই চিঠিতে ৫০ জন প্রভাবশালী সই করেছেন। চিঠিতে বলা হয়েছে, ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হলে দেশটির ইতিহাসের সবচেয়ে অপরিণামদর্শী প্রেসিডেন্ট হবেন।

খোলা চিঠিদাতাদের মধ্যে একজন সিআইএ-এর সাবেক পরিচালক মাইকেল হেইডেনও রয়েছেন। তিনি বলেন, ট্রাম্পের মধ্যে ‘প্রেসিডেন্ট হওয়ার মতো চারিত্রিক যোগ্যতা, মূল্যবোধ এবং অভিজ্ঞতা নেই’।

ওই চিঠির জবাবে আবার ট্রাম্প বলেছেন, চিঠি যারা লিখেছেন তারা ‘ওয়াশিংটনের ব্যর্থ অভিজাত’দের অংশ যারা নিজেরাই ক্ষমতা হাতে পেতে চান।

রিপাবলিকান দলের বড় বড় নেতারা একের পর এক ট্রাম্পকে দলের প্রার্থী হিসেবে মানতে নারাজ হওয়ার ঘটনার মধ্যেই এমন খোলা চিঠি দিলেন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ৫০ ব্যক্তি। গত মার্চেও এমন একটি চিঠি প্রকাশের চেষ্টা করা হলেও তখন অনেকেই তাতে সই করতে রাজি হননি।

এখন দেখা যাক, এই চিঠি কি ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার পথে বাঁধা হয়ে দাঁড়ায়?

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.