Sylhet Today 24 PRINT

থাইল্যান্ডের পর্যটক এলাকায় বোমা বিস্ফোরণ

সিলেটটুডে ডেস্ক |  ১২ আগস্ট, ২০১৬

থাইল্যান্ডের পর্যটক এলাকা হুয়া হিন রিসোর্টে দুইটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার রাতে এ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশের সূত্র অনুযায়ী এ ঘটনায় কমপক্ষে ১ জন নিহত এবং ১০ জন আহত হয়েছে। নিহত এবং আহতদের পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে সবাই বিদেশি পর্যটক বলে পুলিশ ধারণা করছে।

পুলিশ জানিয়েছে বিস্ফোরিত বোমা দুইটির বিস্ফোরণ মোবাইল ফোন ব্যাবহার করে ঘটানো হয়েছে। বোমা দুটি আগে থেকে ৫০ মিটার দূরত্বে প্রস্তুত করে রেখেছিল সন্ত্রাসীরা।

বিদেশি এবং থাই পর্যটকদের কাছে থাইল্যান্ডের উপকূলে অবস্থিত হুয়া হিন রিসোর্ট দারুণ জনপ্রিয়।

পুলিশ বলছে, থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের তিনটি প্রদেশে এরকম বোমা বিস্ফোরণের ঘটনা নিত্য একটি ব্যাপার। কিন্তু পর্যটক সমৃদ্ধ এলাকায় এরকম হামলা থাইল্যান্ডে কখনো হয়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.