Sylhet Today 24 PRINT

ওয়াশিকুর হত্যা: ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের শোক

নিউজ ডেস্ক  |  ৩১ মার্চ, ২০১৫

ব্লগার ওয়াশিকুর রহমান বাবু হত্যার ঘটনায় বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মায়াদুন তীব্র নিন্দা জানিয়েছেন। সোমবার এক শোক বিবৃতিতে নিহত বাবুর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, সোমবার (৩০ মার্চ) ব্লগার ওয়াশিকুর রহমান বাবু (২৬) তেজগাঁওয়ের দক্ষিণ বেগুনবাড়ি এলাকায় প্রকাশ্যে চাপাতি দিয়ে কুপিয়ে বাবুকে হত্যা করা হয়।

গত ২৬শে ফেব্রুয়ারি একুশে বইমেলার বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মোড়ে মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা ড. অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা করা হয়। হামলাকারীদের চাপাতির আঘাতে আহত হন তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যা, যিনি নিজেও একজন ব্লগার।

এর আগে ২০১৩ সালের ১৩ ফেব্রুযারি ব্লগার আহমেদ রাজীব হায়দারকেও রাজধানীর মিরপুরে তার বাড়ির সামনে রাতে কুপিয়ে হত্যা করা হয়। 

একই বছর সাভারে একই কায়দায় হামলায় নিহত হন ব্লগার আশরাফুল আলম। এছাড়া ২০১৩ সালে হামলা হয়েছিল ব্লগার আসিফ মহীউদ্দিনের ওপরও। কিন্তু তার গায়ে ভারী জামাকাপড় থাকায় তিনি প্রাণে বেঁচে যান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.