Sylhet Today 24 PRINT

বায়তুল মোকাররমের ঈদ জামাতের ছবি দ্য ওয়াশিংটন পোস্টের প্রথম পাতায়

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ১৫ সেপ্টেম্বর, ২০১৬

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক পত্রিকা দ্য ওয়াশিংটন পোস্ট প্রথম পাতায় বায়তুল মোকাররমের ঈদের জামাতের ছবি ছেপেছে। বুধবার ঈদ উদযাপনের খবরে প্রধান ছবি হিসেবে প্রথম পাতায় বায়তুল মোকাররমের ছবিটি ছাপা হয়। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে সোমবার ঈদুল আজহা পালিত হয়। তবে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশে মঙ্গলবার পালিত হয় ঈদুল আজহা।

ওয়াশিংটন ছবিটির শিরোনাম দিয়েছে, বিশ্বাসীদের ঈদুল আজহা উদযাপন। ছবির ক্যাপশনে লেখা হয়েছে, বিশ্বব্যাপী ত্যাগের উৎসব ঈদুল আজহা পালনের অংশ হিসেবে বাংলাদেশের রাজধানী ঢাকায় বায়তুল মোকাররমে মুসলিমরা নামাজ আদায় করছেন। ছবি সংশ্লিষ্ট বিস্তারিত প্রতিবেদন ভেতরে প্রকাশ করা হয়।

দক্ষিণ-পূর্ব এশিয়ার মুসলিম অধ্যুষিত দেশগুলোতে সোমবার উদযাপিত হয় ঈদুল আজহা।  

যুক্তরাষ্ট্রের ফিকাহ কাউন্সিল অব নর্থ আমেরিকা ও ইউরোপিয়ান কাউন্সিল অব ফতোয়া অ্যান্ড রিসার্চ কর্তৃপক্ষও সৌদি আরবের সঙ্গে মিলিয়ে ঈদুল আজহা উদযাপন করে। ফ্রান্স, জার্মানি, ব্রিটেনসহ ইউরোপের বিভিন্ন দেশ ও যুক্তরাষ্ট্রের মুসলিমদের অনেকেই সোমবার ঈদুল আজহা পালন করছেন। তবে অনেক অভিবাসীরা আবার নিজ দেশের সঙ্গে সঙ্গতি রেখে ঈদুল আজহা পালন করেন। রাশিয়ার মুসলিম কমিউনিটিও সৌদি আরবের সঙ্গে সঙ্গতি রেখে ঈদুল আজহা উদযাপন করেছে।

বাংলাদেশসহ ভারত এবং পাকিস্তানেও মঙ্গলবার ঈদুল আজহা উদযাপিত হয়। এদিন ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে মুসলিম উম্মাহর শান্তি কামনা করে যথাযোগ্য ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে মঙ্গলবার সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে। ঈদের জামাতে মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি কামনা করে দোয়াসহ জঙ্গিবাদ বিরোধী লড়াইয়ে সবাইকে সামিল হওয়ার আহ্বান জানানো হয়।  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের বিভিন্ন সরকারি হাসপাতাল, কারাগার, ও সরকারি আশ্রয় কেন্দ্রগুলোতে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.