Sylhet Today 24 PRINT

মুসলিম হয়ে হজ পালন করলেন সৌদি আরবে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত

সিলেটটুডে ডেস্ক |  ১৫ সেপ্টেম্বর, ২০১৬

সৌদি আরবে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এবছর হজও পালন করেছেন তিনি। জানিয়েছে ব্রিটিশ সংবাদপত্র ইন্ডিপেন্ডেন্ট।

ধারণা করা হচ্ছে সিমন কলিসই প্রথম ব্রিটিশ রাষ্ট্রদূত যিনি হজ পালন করেছেন। হজের সময় হজের জন্য ব্যবহৃত ঐতিহ্যবাহী বিশেষ জোব্বা পরিহিত অবস্থায় তার ছবি টুইটারে এসেছে। ছবিতে তার পাশে ছিলেণ তার স্ত্রী হুদা মুজারকেচ। বিয়ের কিছুদিন আসে ২০১১ সালে তিনি ধর্মান্তরিত হয়েছেন বলে জানা গেছে।

সৌদি লেখক ফাওজিয়া আলবকর টুইটারে তাদের ছবি পোস্ট করেছেন। তিনি লিখেছেন, ধর্মান্তরিত হয়ে প্রথম একজন ব্রিটিশ রাষ্ট্রদূত হজ পালন করলেন। সিমন কলিস ও তার স্ত্রী হুদা মক্কায়। আল্লাহর প্রতি শুকরিয়া।

কলিসও টুইট করে জানিয়েছেন, ত্রিশ বছর ধরে মুসলিম সংস্কৃতিতে বসবাস করে তিনি বিয়ের আগে ইসলাম গ্রহণ করেছেন। শুভাকাঙ্ক্ষীরা তাদের অভিনন্দন এবং ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

এই রাষ্ট্রদূত ২০১৫ সাল থেকে সৌদি রাজধানী রিয়াদ কর্মরত আছে। এর আগে তিনি সিরিয়া, ইরাক, ভারত, কাতার, আরব আমিরাত, তিউনিসিয়া, ইয়েমেনে কাজ করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.