Sylhet Today 24 PRINT

কেনিয়ায় আল-শাবাবের জঙ্গি হামলায় ১৪৭ জন নিহত

সিলেটটুডে ডেস্ক |  ০৩ এপ্রিল, ২০১৫

কেনিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে হামলা চালিয়ে অন্তত ১৪৭ জনকে হত্যা করেছে উগ্র ধর্মীয় গোষ্ঠী আল-শাবাবের সদস্যরা।কেনিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় গারিসা ইউনিভার্সিটি কলেজ ক্যাম্পাসে বৃহস্পতিবার এ হামলায় আরো অন্তত ৭৯ জন আহত হয়েছেন

এদিকে, কেনিয়ার সৈন্যরা পাল্টা হামলা চালালে চারজন বন্দুকধারীও নিহত হয়। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী যোসেফ নাইসেরি বলেন, ‘আমরা এখন রক্ত ও অন্যান্য ধ্বংসাবশেষ পরিষ্কার করে যাচ্ছি।’বিশ্ববিদ্যালয়টির একটি দালানে বার ঘন্টারও বেশি সময় লুকিয়ে ছিল জঙ্গিরা।

সেনাদের বরাত দিয়ে সাংবাদিকরা জানান, হামলাকারীরা দালানটির ভেতর থেকে ‘আল্লাহু আকবার’ ধ্বনি দিচ্ছিল।

এদিকে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে পালাতে গিয়ে সেনাদের হাতে ধরা পরেছে একজন বন্দুকধারী।

১৯৯৮ সালে কেনিয়ায় মার্কিন দূতাবাসে হামলার পর এ হামলাটিকে কেনিয়ার সবচেয়ে বড় জঙ্গিবাদী আঘাত হিসেবে গণ্য করা হচ্ছে।

আল-কায়েদার সঙ্গে যুক্ত আল শাবাব এই হামলার দায়-দায়িত্ত্ব স্বীকার করে নিয়েছে। এর আগেও তারা কেনিয়ার রাজধানি নাইরবি’র এক বিপণিকেন্দ্র ‘ওয়েস্টগেট’-এ হামলা চালিয়ে অন্ততঃ ৬৭জনকে হত্যা করেছিল ২০১৩ সেপ্টেম্বরে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.