Sylhet Today 24 PRINT

নিউইয়র্কে বোমা বিস্ফোরণ, আহত ২৯

আন্তর্জাতিক ডেস্ক |  ১৮ সেপ্টেম্বর, ২০১৬

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে তীব্র বিস্ফোরণে কমপক্ষে ২৯ জন আহত হয়েছে।

বাংলাদেশ সময় রোববার (১৮ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে ম্যানহাটনের চেলসিতে প্রচণ্ড শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে।  এরপরই এলাকাটি ফায়ার সার্ভিসের গাড়ি এবং অ্যাম্বুলেন্স দিয়ে ঘিরে ফেলা হয়। 

নিউ জার্সিতে পাইপ বোমা বিস্ফোরণের মাত্র এক ঘণ্টা পরই আবার এ ঘটনা ঘটলো।

ঘটনাস্থলে আছেন এফবিআই এবং হোমল্যান্ড সিকিউরিটির অফিসাররা। বিস্ফোরণের ঘটনায় তদন্ত চলছে।

বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনো স্পষ্টভাবে কিছু জানা যায়নি। তবে ঘটনাস্থলের পাশের এলাকায় দাতব্য সংস্থার র‌্যালি চলছিল বলে জানা গেছে।

বিস্ফোরণের ঘটনাটিকে ‘উদ্দেশ্যমূলক’ বলে অভিহিত করেছেন মেয়র বিল ডি ব্লাসিও। তবে ঘটনাটি সন্ত্রাসী কর্মকাণ্ড কিনা, বা নিউ জার্সির বোমা বিস্ফোরণের সঙ্গে সম্পর্কযুক্ত কিনা - এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি বলেও জানান তিনি।

নিউ জার্সি ও নিউইয়র্কের বিস্ফোরণে আহতদের কারও অবস্থাই আশঙ্কাজনক নয় বলে জানিয়েছে নিউইয়র্ক সিটি দমকল বিভাগ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.