Sylhet Today 24 PRINT

আলেপ্পোয় গাড়িবহরে হামলা: রাশিয়াকে দায়ী করলো যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক |  ২১ সেপ্টেম্বর, ২০১৬

সিরিয়ার আলেপ্পোয় ত্রাণবাহী গাড়িবহরে হামলার ঘটনায় রাশিয়াকে দায়ী করেছে যুক্তরাষ্ট্র। 

বুধবার (২১ সেপ্টেম্বর) মার্কিন এক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। 

হামলার ঘটনাটিকে ‘মানবিক ট্র্যাজেডি’ উল্লেখ করে যুক্তরাষ্ট্রের দাবি করেছে, ওই হামলায় রাশিয়ার দুইটি যুদ্ধ বিমান অংশ নিয়েছে।

নাম না প্রকাশ করার শর্তে ওই কর্মকর্তার দাবি করেন, উরাম আল-কুবরায় ত্রাণবাহী গাড়িবহরে হামলায় রাশিয়ার এসইউ-২৪ মডেলের দু’টি যুদ্ধবিমান অংশ নেয়।

এদিকে, হোয়াইট হাউজের মুখপাত্র বেন রোডেস পরে জানিয়েছেন, এ হামলায় সিরিয়ার বিদ্রোহীগোষ্ঠী নতুবা রাশিয়া জড়িত।

যদিও যুক্তরাষ্ট্রের এমন দাবি নাকচ করেছে রাশিয়া। রাশিয়ার দাবি প্লেন হামলার কারণে এ ঘটনা ঘটেনি। এটি নিছক দুর্ঘটনা। আর এ দুর্ঘটনার সূত্রপাত কোনো ধরনের অগ্নিকাণ্ডের জন্য হয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ দাবি জানিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের এ দাবি ভিত্তিহীন।

 সোমবার (১৯ সেপ্টেম্বর) রাতে আলেপ্পোর বিদ্রোহী নিয়ন্ত্রিত একটি এলাকার কাছে এ হামলার ঘটনা ঘটে। বহরে অন্তত ৭৮ হাজার মানুষের জীবন রক্ষাকারী প্রয়োজনীয় পণ্য ছিল। ওই হামলায় ত্রাণ কাজে নিয়োজিত অন্তত ১২ জন কর্মী নিহত হন বলে জানিয়েছে সিরিয়া পরিস্থিতি পর্যবেক্ষণরত একটি মানবাধিকার সংস্থা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.