Sylhet Today 24 PRINT

৩০ বছর পর মুক্ত মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ০৫ এপ্রিল, ২০১৫

খুনের অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল তাঁকে৷ ৩০ বছর জেলে থাকার পর অবশেষে মুক্তি পেলেন আমেরিকার আলবামা প্রদেশের এক ব্যক্তি৷১৯৮৫ সালে বার্মিংহামের একটি রেস্টুরেন্টের দুই ম্যানেজারকে হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত হয় ৫৮ বছর বয়সী অ্যান্টনি রে হিন্টন৷ তাঁর অভিযোগ, আর্থিক কারণে বিশেষজ্ঞ আইনজীবী নিয়োগ করতে না পারায় সুবিচার পাননি তিনি৷

২০১৪ সালে হিন্টনের মামলাটির পুনরায় বিচার হলে তিনি নির্দোষ প্রমাণিত হন। ঘটনাস্থলে পাওয়া গুলিগুলো হিন্টনের বাড়িতে পাওয়া আগ্নেয়াস্ত্রের নয় বলে প্রমাণিত হওয়ায় পরই মামলাটি খারিজ করে দেওয়া হয়৷ এদিন মুক্তি পাওয়ার পর যিশুকে ধন্যবাদ জানান তিনি৷

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.