Sylhet Today 24 PRINT

হামলা হলে ‘পাকিস্তানের পক্ষ’ নেবে চীন

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ২৪ সেপ্টেম্বর, ২০১৬

ভারত-পাকিস্তানের মধ্যে নতুন কোন যুদ্ধ লাগলে পুরনো বন্ধু পাকিস্তানের পক্ষ নেবে চীন। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া  এমন একটি খবর প্রকাশ করেছে।

পত্রিকাটি লিখেছে, শুক্রবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে আয়োজিত এক বৈঠকে লাহোরের নিযুক্ত চীনের কনসাল জেনারেল ইয়ু বোরেন পাকিস্তানের পক্ষ নেয়ার কথা জানিয়েছেন।

সেই বৈঠকে ইয়ু বোরেন বলেন, ‘যে কোনো আগ্রাসন মোকাবিলায় আমাদের দেশ পাকিস্তানকে সহযোগিতা করবে।’

পাকিস্তানের সংবাদপত্র ‘ডন’ জানিয়েছে, গতকাল শুক্রবার ছিল পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফের জন্মদিন। আর জন্মদিনে শুভেচ্ছা জানান কনসাল জেনারেল ইয়ু বোরেন।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়।

চীনের পক্ষ থেকে ইয়ু বোরেন বলেন, ‘কাশ্মীর ইস্যুতে আমরা পাকিস্তানের পক্ষে আছি। কাশ্মীরে (ভারতশাসিত) নিরস্ত্র মানুষের ওপর অত্যাচার করার কোনো যুক্তিই নেই। কাশ্মীরের মানুষের মতামতের ওপর ভিত্তি করেই কাশ্মীর সমস্যার সমাধান করা প্রয়োজন।’

ভারতশাসিত কাশ্মীরে কয়েক মাস ধরেই চলছে অস্থিরতা। আর চলতি মাসে কাশ্মীরের উরি এলাকায় এক হামলায় ১৮ জন ভারতীয় সেনাসদস্য নিহত হন। এ ঘটনায় পাকিস্তানকে দায়ী করে আসছে ভারত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.