Sylhet Today 24 PRINT

শক্তি সঞ্চয় করে এগুচ্ছে টাইফুন ‘মিগি’

আন্তর্জাতিক ডেস্ক |  ২৬ সেপ্টেম্বর, ২০১৬

পশ্চিম প্রশান্ত মহাসাগরে উৎপন্ন বছরের তৃতীয় শক্তিশালী টাইফুন ‘মিগি’ শক্তি সঞ্চয় করে এগুচ্ছে।

যা আগামী মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) আঘাত হানতে পারে। আঘাত হানার আগেই ‘মিগি’ টাইফুন ৩ বা ৪ ক্যাটাগরির শক্তি সঞ্চয় করতে পারে।

শেষ খবর পর্যন্ত তাইপে থেকে ৪৯০ মাইল পূর্ব-দক্ষিণপূর্বে ছিল এর অবস্থান। যতই এটি উপকূলের দিকে এগিয়ে আসছে ততই এর বাতাসে গতিবেগ বাড়ছে।

জাপান আবহাওয়া অধিদফতর ও মার্কিন যৌথ টাইফুন সর্তকতা কেন্দ্র সর্বশেষ এর অবস্থানের ভিত্তিতে জানায়, স্থানীয় সময় মঙ্গলবার এটি তাইওয়ান উপকূলে আঘাত হানবে।

তবে চীনের দিকে অগ্রসর হয়ে এটি শক্তি হারিয়ে দুর্বল হয়ে পড়বে। বুধবার (২৮ সেপ্টেম্বর) এর গতিপথ হবে হংকংয়ের উত্তর-পূর্ব উপকূল।

এদিকে ‘মিগি’র প্রভাবে তীব্র বাতাসে তাইওয়ানের উপকূলে ব্যাপক বৃষ্টিপাত ও বন্যার আশঙ্কা করা হয়েছে। আশঙ্কা করা হয়েছে ভূমিধসেরও। 

সপ্তাহখানেক আগে বছরের সবচেয়ে শক্তিশালী টাইফুন ‘মিরান্তি’র ছোবলে লণ্ডভণ্ড হয়ে যায় তাইওয়ান। প্রাণহানি হয় বেশ কয়েকজনের। এর তাণ্ডবে তাইওয়ান ছাড়াও চীনে বেশ কয়েকজনের প্রাণহানির খবর পাওয়া যায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.