Sylhet Today 24 PRINT

আজ দেখা যাবে ‘কৃষ্ণ চন্দ্র’

সিলেটটুডে অনলাইন ডেস্ক |  ৩০ সেপ্টেম্বর, ২০১৬

সেপ্টেম্বরের শেষ বায়ুটি যখন শেষবারের মতো গা ছুঁয়ে যাবে, ঠিক তখনই পশ্চিম গোলার্ধে দেখা যাবে একটি নক্ষত্রের আলোকচ্ছটা। এটি একটি ক্ষীণ আলো, যেখানে অন্ধকারের প্রাধান্য বেশি। এসময় অন্ধকারে ঢেকে যাবে পৃথিবী। দেখতে অনেকটা বাঁকা চাঁদের মতো। কিছু মানুষ এ ঘটনাকে বলছেন ‘ব্ল্যাক মুন’ বা ‘কৃষ্ণ চন্দ্র’।

এক ক্যালেন্ডার মাসে দুই বার পূর্ণ চাঁদ দেখা গেলে দ্বিতীয়বারের ঘটনাকে বলে ‘ব্লু মুন’ বা নীল চাঁদ। কৃষ্ণ চন্দ্রের ব্যাপারটাও একই। এক ক্যালেন্ডার মাসে দুই বার ‘নতুন চাঁদ’ দেখা যায়। অর্থাৎ মাসের প্রথম দিনের বাঁকা চাঁদটি একই মাসের অন্য কোনো দিন আবার দেখা যায়। এই দ্বিতীয় ঘটনাটিকে বলে ‘ব্ল্যাক মুন’ বা কৃষ্ণ চন্দ্র।

পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ চাঁদ যখন সূর্য ও আমাদের গ্রহের মাঝখান দিয়ে সরাসরি অতিক্রম করবে, তখনই এই ঘটনা ঘটবে। ওই সময় চাঁদের এক পাশ দিয়ে সূর্যের আলো ধীরে ধীরে ক্ষীণ হবে। চাঁদের এক পাশ দিয়ে এই ক্ষীণ আলো অতিক্রম করায় এটিকে নতুন চাঁদের মতো লাগবে। তবে পৃথিবীর যে অংশের বিপরীতে ব্ল্যাক মুন থাকবে, সে অংশটি পুরোপুরি আঁধারে ঢেকে যাবে।

ধারণা করা হচ্ছে, এ ‘ব্ল্যাক মুন’ শুক্রবার রাত ৮ টা ১১ মিনিটে (ইস্টার্ন ডেলাইট টাইম- ইডিটি) দেখা যাবে। বাংলাদেশ সময় হবে পরের দিন ভোর সাড়ে ৪টা। তার মানে বাংলাদেশে ব্ল্যাক মুন দেখতে পাওয়ার কোনো সুযোগ নেই।

পৃথিবীতে ব্ল্যাক মুন খুব কম দেখা যায়। বলতে গেলে ঘটনাটি বেশ বিরল। সর্বশেষ আমেরিকাতে ২০১৪ সালের মার্চে ব্ল্যাক মুন দেখা গিয়েছিল। পরবর্তী ব্ল্যাক মুন দেখা যাবে ২০১৯ সালের জুলাইয়ে।

এ মাসে এশিয়া, ইউরোপ, আফ্রিকা ও অস্ট্রেলিয়াতে কোনো ব্ল্যাক মুন দেখা যাবে না। ব্ল্যাক মুনটি মধ্যরাতে যখন এসব অঞ্চল অতিক্রম করবে, তখন এখানে ক্যালেন্ডারের পাতা উল্টে অক্টোবর মাস শুরু হবে। এ বিস্ময়কর ঘটনাটি প্রতি ৩২ মাস পর একবার ঘটে থাকে।

সূত্রঃ অ্যাস্ট্রনমি ম্যাগাজিন

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.