Sylhet Today 24 PRINT

এবার সার্ক শীর্ষ সম্মেলন বয়কট করলো শ্রীলংকা

সিলেটটুডে অনলাইন ডেস্ক |  ৩০ সেপ্টেম্বর, ২০১৬

পঞ্চম দেশ হিসেবে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) ১৯ তম শীর্ষ সম্মেলন বয়কটের ঘোষণা দিয়েছে শ্রীলংকা। আগামী ৯-১০ নভেম্বর পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, বর্তমানে এ অঞ্চলে বিদ্যমান পরিস্থিতি সার্ক শীর্ষ সম্মেলন আয়োজনের অনুকূলে নেই। দেশটি সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিপক্ষে। বর্তমানে সন্ত্রাসবাদকে ঘিরে এ অঞ্চলে উদ্ভূত পরিস্থিতি শান্তিপূর্ণ উপায়ে নিষ্পত্তির জন্য সকল পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে দেশটি। যে কোনো শান্তিপূর্ণ সময়ে এ শীর্ষ সম্মেলন আয়োজনের বিষয়েও আশা প্রকাশ করেছে দেশটি।
 
প্রসঙ্গত, এর আগে পাকিস্তানের বিরুদ্ধে জঙ্গিদের মদদ দেওয়ার অভিযোগ তুলে সার্ক শীর্ষ সম্মেলনে অংশ নেয়ার মতো পরিবেশ নেই জানিয়ে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) ইসলামাবাদ সম্মেলন বর্জনের ঘোষণা দেয় ভারত। একইদিন ভারতের পথ অনুসরণ করে আফগানিস্তান ও ভুটান।

অন্যদিকে এর পরদিন অভ্যন্তরীণ বিষয়ে পাকিস্তানের হস্তক্ষেপের অভিযোগ তুলে বাংলাদেশ ইসলামাবাদ সম্মেলনে অংশ না নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে। চারটি দেশই এ সম্মেলনে অংশ নিতে নিজেদের অপারগতার কথা আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে বর্তমান সভাপতি দেশ নেপালকে জানিয়েছে। পরে এ সম্মেলন স্থগিত ঘোষণা করা হয়েছে।

সার্ক দক্ষিণ এশিয়ার আটটি দেশের আঞ্চলিক জোট। এর মধ্যে পাঁচটি সদস্য দেশই ১৯ তম শীর্ষ সম্মেলনে অংশ নিতে অপারগতা প্রকাশ করায় সার্কের ভবিষ্যৎ নিয়ে সংশয় তৈরি হয়েছে। তবে বিকল্প ভেন্যুতে এ শীর্ষ সম্মেলন আয়োজনের বিষয়ে আশাবাদী বর্তমান সভাপতি দেশ নেপাল। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.