Sylhet Today 24 PRINT

বিষাক্ত খাবার খেয়ে আইএস প্রধান বাগদাদি ‘গুরুতর অসুস্থ’

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ০৫ অক্টোবর, ২০১৬

আন্তর্জাতিক উগ্র ধর্মীয় সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) প্রধান আবু বকর আল বাগদাদি বিষাক্ত খাবার খেয়ে গুরতর অসুস্থ বলে খবর দিয়েছে ইরাকি বার্তা সংস্থা আইএএনএস। বাগদাদিকে হত্যা করতেই তার খাবারে বিষ দেয়া হয়েছিল বলে খবরে বলা হয়।

আইএএনএসের খবরে বলা হয়, উত্তর ইরাকে নিনেভের বিয়াজ এলাকায় বাগদাদি ও আরও তিন আইএস কমান্ডারের খাবারে বিষ মেশানো হয়। তবে তাঁদের নাম জানানো হয়নি। বাগদাদিসহ চারজন নেতা মারাত্মক বিষক্রিয়ায় গুরুতরভাবে অসুস্থ হওয়ার পর কঠোর নিরাপত্তা আর গোপনীয়তার মধ্যে তাদের অজ্ঞাত স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করার ঘোষণা দিয়েছে সিরিয়া ও ইরাকে আধিপত্য বিস্তারকারী এ জঙ্গি সংগঠনটি।

এর আগেও আইএসের নিভৃতচারী নেতা বাগদাদির আহত হওয়া এমনকি মৃত্যুবরণ করার খবরও প্রচারিত হয়েছে। এ বছরের গোড়ায় মার্কিন নেতৃত্বাধীন বিমান হামলায় বাগদাদির নিহতের খবর এলেও পরে তা ভুল প্রমাণিত হয়।

বাগদাদির আসল নাম ইব্রাহিম আওয়াত ইব্রাহিম। তাঁর জন্ম ইরাকের উত্তর বাগদাদের সামারায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.