Sylhet Today 24 PRINT

আইএসের ম্যাগাজিনে বাংলাদেশে আরো হামলার হুমকি

সিলেট টুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ০৫ অক্টোবর, ২০১৬

বাংলাদেশে অবস্থানরত বিদেশীদের ওপর আরও হামলা চালানো হবে বলে ঘোষণা দিয়েছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। সংগঠনটির ম্যাগাজিন 'রুমাইয়া' এর দ্বিতীয় সংখ্যায় নিহত জঙ্গি নেতা তামিম চৌধুরীর লেখা একটি নিবন্ধে এ ঘোষণা দেয়া হয়েছে।

জঙ্গি কার্যক্রম পর্যবেক্ষণকারী বিতর্কিত বেসরকারি সংস্থা সাইট ইন্টেলিজেন্স গ্রুপের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

তামিমের লেখায় বলা হয়, বিদেশী কর্মকর্তা, পর্যটক, কূটনীতিক, তৈরি পোশাক ক্রেতা (বায়ার), মিশনারি, খেলোয়াড় এবং খ্রিস্টান দেশগুলোর নাগরিকদের যাকেই বাংলাদেশের যেখানে পাওয়া যাবে তাকে হত্যা করবে মুজাহিদরা।

ইতালির নাগরিক সিজারে তাভেল্লা হত্যাকাণ্ডকে সতর্কবার্তা এবং গুলশান হামলাকে আসন্ন ভয়াবহ হামলার আভাস বলে উল্লেখ করা হয়েছে নিবন্ধটিতে।

এছাড়া ম্যাগাজিনে জঙ্গি নেতা তামিমকে বেঙ্গল খেলাফতের সামরিক এবং গোপন অভিযান পরিচালনা বিভাগের সাবেক প্রধান হিসেবে পরিচয় দিয়েছে আইএস।

উল্লেখ্য, রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে গত ১ জুলাই হামলা চালিয়ে ১৭জন বিদেশী নাগরিকসহ ২২ জনকে হত্যা করে জঙ্গিরা। পরে যৌথ বাহিনীর অভিযানে চারজন জঙ্গি এবং বেকারিটির একজন বাবুর্চি নিহত হন। এ হামলার পরিকল্পনাকারী হিসেবে তামিম চৌধুরীকে চিহ্নিত করে পুলিশ।

গত ২৭ আগস্ট নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় এক জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে তামিমসহ ৩ জন জঙ্গি নিহত হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.