Sylhet Today 24 PRINT

জাতিসংঘের মহাসচিব হতে যাচ্ছন পর্তুগালের গুটেরেস

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ০৬ অক্টোবর, ২০১৬

পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী আন্টোনিও গুটেরেস জাতিসংঘের পরবর্তী মহাসচিব হতে যাচ্ছেন খবর দিয়েছে বিবিসি।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এ নিয়ে আনুষ্ঠানিক ভোটাভুটি হবে। তবে গুটেরেস এই পদের জন্য অনেকটাই এগিয়ে আছে।

গুটেরেস মহাসচিব হলে আগামী বছর  বান কি মুনের স্থলাভিষিক্ত হবেন তিনি। পেশায় একজন প্রকৌশলী মি. গুটেরেস ১৯৯৫ থেকে ২০০২ সাল পর্যন্ত পর্তুগালের প্রধানমন্ত্রী ছিলেন।

এরপর ২০০৫ সাল থেকে ১০ বছর জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

বুধবার জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত ভিটালি চারকিন বলেন ৬৭ বছর মি. গুটারেস ছিলেন 'স্পষ্টভাবেই পছন্দের'।

তবে কারেও কারেও মধ্যে হতাশা দেখা গেছে। কারণ জাতিসংঘের পরবর্তী মহাসচিব একজন নারী অথবা পূর্ব ইউরোপের কেউ হবেন এমন একটা প্রচারণা চালানো হয়েছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.