Sylhet Today 24 PRINT

৭০ বছর রাজত্ব করা রাজা ভূমিবল মারা গেছেন

সিলেটটুডে ডেস্ক |  ১৩ অক্টোবর, ২০১৬

দীর্ঘ ৭০ বছর ধরে সিংহাসনে থাকা থাই রাজা ভূমিবল আদুলিয়াদেজ মারা গেছেন। বিশ্বে সবচেয়ে দীর্ঘ সময় ধরে রাজত্ব পারিচলনা রাজা ভূমিবল ১৯৪৬ সালে ভাইয়ের মৃত্যুর পর মাত্র ১৮ বছর বয়সে রাজা ভূমিবল থাইল্যান্ডের সিংহাসনে আরোহণ করেন।

প্রাসাদের কর্মকর্তারা রাজার মৃত্যুর বিষয়টি জানিয়েছেন। থাইল্যান্ডের চলমান রাজনৈতিক সংকট সমাধানে তিনি অন্যতম প্রধান ভূমিকা পালনকারী হিসেবেও বিবেচিত হয়েছিলেন।

সাম্প্রতিক সময়ে তিনি স্বাস্থ্যসমস্যায় ভূগছিলেন। কয়েকমাস ধরে তাকে জনসম্মুখেও দেখা যায়নি। গেল বছরের বেশিভাগ সময় তিনি হাসপাতালেই কাটিয়েছেন।

যে হাসপাতালে তার চিকিৎসা চলছিল সেখানে ভিড় জমায় শত শত মানুষ। তার সৌভাগ্যে কামনায় গোলাপি পোশাক পরে সেখানে যায় বহু থাই নাগরিক।

কিডনি জটিলতায় ভুগতে থাকা রাজা ভূমিবল আদুলিয়াদেজের হেমোডায়ালাইসিস করার সময় তার রক্তচাপ কমে যায়। পরে কৃত্রিম শ্বাসযন্ত্রের মাধ্যমে শ্বাস-প্রশ্বাস চালিয়ে তার রক্তচাপ স্বাভাবিক করার পর তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.