Sylhet Today 24 PRINT

নতুন চাকুরিতে ডেভিড ক্যামেরন

যুক্তরাজ্য সংবাদদাতা |  ১৪ অক্টোবর, ২০১৬

রাজনীতি থেকে স্বেচ্ছা অবসর নিয়ে নতুন চাকুরিতে যোগ দিয়েছেন ব্রিটেনের সদ্য সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।

ডেইলি টেলিগ্রাফে প্রকাশিত এক নিবন্ধে নতুন চাকুরিতে যোগ দেওয়ার কথা জানিয়েছেন ক্যামেরন নিজে।

ন্যাশনাল সিটিজেন সার্ভিস (এনসিএস) নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠনের হয়ে কাজ করছেন তিনি। কিশোর-কিশোরীদের স্বেচ্ছাসেবামূলক কাজে উদ্বুদ্ধ করতে নেতৃত্ব দেবেন, তা হবে ন্যাশনাল সিটিজেন সার্ভিসের (এনসিএস) সম্প্রসারণমূলক কাজ।

এ প্রসঙ্গে তিনি বলেন, তাঁর জীবনের সবচেয়ে গৌরবময় অর্জনের একটি হচ্ছে এনসিএস গঠন। ২ লাখ ৭৫ হাজারের বেশি জন এখন এনসিএসের সঙ্গে সম্পৃক্ত।

এনসিএস ১৫ থেকে ১৭ বছর বয়সী কিশোর-কিশোরীদের জন্য একটি সামাজিক উন্নয়ন কর্মসূচি-বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন। ডেভিড ক্যামেরন প্রধানমন্ত্রী থাকার সময় ২০১০ সালের মে মাসে এটা গঠনের ঘোষণা দেন। ২০১১ সালে আনুষ্ঠানিকভাবে এর যাত্রা শুরু হয়।

স্কুল ছুটির সময়ের সঙ্গে মিল রেখে গ্রীষ্ম, বসন্ত ও শরতে এই কর্মসূচি পালন করা হয়। এই সংগঠনে অংশগ্রহণের মধ্য দিয়ে বিভিন্ন পর্যায়ে কিশোর-কিশোরীরা প্রশিক্ষণপ্রাপ্ত হয়। পরবর্তী সময়ে তারা দলীয়ভাবে বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নেয়।

এই কর্মসূচি প্রসঙ্গে ক্যামেরন বলেছেন, এর মাধ্যমে সামাজিক বিভেদে সেতুবন্ধন তৈরি হয়। কিশোর-কিশোরীদের মধ্যে জীবনভর বন্ধুত্ব গড়ে ওঠে।তারা নিজেকে খুঁজে পায়, আত্মবিশ্বাস ও সৃজনশীলতা বাড়ে; যা তাদের কর্মজীবনে প্রবেশে সহায়তা করে।

উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়নে অনুষ্ঠিত গণভোটে ব্রিটেন বের হয়ে আসার পর এর দায় নিয়েই পদত্যাগ করেছিলেন ডেভিড ক্যামেরন। গতমাসে এমপি পদ থেকে ও পদত্যাগ করেন দুই দুইবারের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।

রাজনীতি থেকে অবসর নেয়ার পর এবার নতুন যাত্রা শুরু করলেন স্বেচ্ছাসেবী হিসাবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.